Ajker Patrika

তারুণ্যের চট্টগ্রামে ধরাশায়ী অভিজ্ঞ ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৪২
তারুণ্যের চট্টগ্রামে ধরাশায়ী অভিজ্ঞ ঢাকা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারো অধিনায়ক পাল্টাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার নেতৃত্ব পরিবর্তন করে ভাগ্য বদলাল ফ্র্যাঞ্চাইজি। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারকাঠাসা মিনিস্টার ঢাকাকে ৩ রানে হারিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম। মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিং ও শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং দৃঢ়তায় নাটকীয় জয় তুলে নেয় আফিফ হোসেন ধ্রুবর চট্টগ্রাম।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে চট্টগ্রাম। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তুলতে সক্ষম হয় মাহমুদউল্লাহ রিয়াদের ঢাকা। বিফলে গেল ওপেনার তামিম ইকবালের ৭৩ রানের অপরাজিত ঝলমলে ইনিংসটা। শেষ ওভারে ৯ রানের সমীকরণ মেলাতে পারেনি মোহাম্মদ নাঈম। ৮ বলের ওভারে তামিম খেলেছেন মোটে এক বল। নাটকীয় শেষ ওভারে মৃত্যুঞ্জয় দিয়েছেন ৫ রান।

চট্টগ্রামের ইনিংসের শুরুটা ছিল ধীরগতির। ওপেনার জাকির হাসান ১ রানেই ফেরেন সাজঘরে। পরে জ্যাক উইলস ও অধিনায়ক আফিফ ৪০ রানের জুটি গড়েন। দুজনই খরচ করেন সমান ২৪ বল। উইলস ২৬ এবং আফিফ ২৭ রানে আউট হন। দলীয় ৮৪ রানে পঞ্চম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন আকবর আলী। ১০ বলে ৯ রানে ফেরেন তিনি। চট্টগ্রাম লড়াইয়ের পুঁজি পাবে কিনা তা নিয়েই জেগেছিল সংশয়।

শেষ দিকে শামীম ও বেনি হাওয়েলের ৫৮ রানের কার্যকর জুটির ওপর দাঁড়িয়ে দেড় শ’র কাছাকাছি পৌঁছায় তারুণ্যের দলটি। ৩৭ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন শামীম। তাঁর সঙ্গী হাওয়েল ১৯ বলে ২৪ রানে ফেরেন হাওয়েল। চট্টগ্রামের পতন হওয়া ৬ উইকেট নিয়েছেন ঢাকার ছয় বোলার। ব্যাটারদের এনে দেওয়া পুঁজি দারুণভাবে আগলে রাখেন বোলাররা।

রান তাড়ায় ঢাকার শুরুটা ছিল দুঃস্বপ্নের। পঞ্চম ওভারে ২১ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। এই ঝড়ে বিদায় নেন মোহাম্মদ শাহজাদ, ইমরান উজ্জামান ও মাশরাফি বিন মুর্তজা। তবে এক প্রান্ত আগলে রেখে ঢাকার আশা বাঁচিয়ে রাখেন তামিম। তুলে নেন চলমান আসরের তৃতীয় ফিফটি। এ সময় অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ৭১ রানের দারুণ জুটি গড়েন তিনি। জুটি ভাঙে মাহমুদউল্লাহ ২৯ বলে ২৪ রানে ফিরলে।

পরে শুভাগত হোম উইকেটে এসেই ঝড় তোলেন। ১১ বলে দুই চার ও এক ছক্কায় করেন ২২ রান। যা ঢাকাকে জয়ের খুব কাছে নিয়ে যায়। কিন্তু সুবিধাজনক অবস্থাতে থেকেও ম্যাচটার সুন্দর সমাপ্তি টানতে পারেনি দলটি। নন স্ট্রাইকে থাকা ৭৩ রানে থাকা তামিম কেবল আফসোসই করতে পারেন। বিফলে গেছে তাঁর ৫৬ বলে ছয়টি চার ও তিন ছক্কায় গড়া ইনিংসটা। তবে ৫২ রানের ইনিংসেই ম্যাচ সেরা হয়েছেন শামীম। আর চার ওভারে ২১ রানে ২ উইকেট নেওয়া মৃত্যুঞ্জয় পেলেন পার্শ্বনায়কের চরিত্র।

নয় ম্যাচের চারটিতে জিতে প্লে–অফের আশা বাঁচিয়ে রাখল চট্টগ্রাম। আট পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠেছে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পিছিয়ে পাঁচে নেমেছে ঢাকা। আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত