Ajker Patrika

ভারত-দক্ষিণ আফ্রিকা সংক্ষিপ্ততম টেস্টে রেকর্ডের বন্যা

ভারত-দক্ষিণ আফ্রিকা সংক্ষিপ্ততম টেস্টে রেকর্ডের বন্যা

দুই দিনও খেলা হয়নি কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা-ভারত দ্বিতীয় টেস্টের। ‘উইকেট বৃষ্টির টেস্ট’ হয়ে গেল টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট। চার ইনিংস মিলে খেলা হয়েছে ৬৪২ বল। ৬৪২ বলের ম্যাচে হয়েছে রেকর্ড ভাঙা গড়ার খেলা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্ট ৭ উইকেটে জিতে ১-১ সমতায় শেষ করল ভারত। স্বাগতিকদের ২০ উইকেটের ২০টিই তুলে নিয়েছেন ভারতীয় পেস বোলাররা। ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ৬১ রানে নিয়েছেন ৬ উইকেট। বাকি ১২ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও প্রসিধ কৃষ্ণা। ৭,৪ ও ১ উইকেট নিয়েছেন সিরাজ, মুকেশ ও কৃষ্ণা। কেপটাউন টেস্টে ম্যাচসেরা হয়েছেন সিরাজ। এ নিয়ে তৃতীয়বার ভারতীয় পেসাররা টেস্টে বিপক্ষ দলের সবকটি উইকেট পেয়েছেন। এর আগে ২০১৮ ও ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় পেসাররা ২০ উইকেট পেয়েছিলেন।

ভারত-দক্ষিণ আফ্রিকার এবারের কেপটাউন টেস্টে গতকাল প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ৫৫ রানে। একই দিনে ভারত অলআউট হয়েছে  ১৫৩ রানে। একই দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৭৬ রানে। রান তাড়া করতে নেমে ভারত ৩ উইকেটে করেছে ৮০ রান। তাতে সব মিলে রান হয়েছে ৪৬৪। যা দুই দলের মধ্যকার টেস্টে ম্যাচের রানের হিসেবে সর্বনিম্ন। ভেঙে দিয়েছে ৯ বছর আগের রেকর্ড। নাগপুরে ২০১৫ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে রান হয়েছিল ৬৫২।

কেপটাউনে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শেন ওয়ার্নকে পেছনে ফেলেন বুমরা। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কেপটাউনে ১৮ উইকেট নিয়ে বুমরা বিদেশি বোলারদের মধ্যে দ্বিতীয়। ১৭ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় ওয়ার্ন। এই তালিকায় ২৫ উইকেট নিয়ে শীর্ষে ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার কলিন ব্লাইথ।

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে মোট রানের হিসেবে সর্বনিম্ন ৫ ম্যাচ: 
৪৬৪; ভেন্যু: কেপটাউন; ২০২৪ 
৬৫২; ভেন্যু: নাগপুর; ২০১৫ 
৬৬০; ভেন্যু: ডারবান; ১৯৯৬ 
৬৭৮; ভেন্যু: মুম্বাই; ২০০০ 
৬৯৪; ভেন্যু: মোহালি; ২০১৫ 

এক ম্যাচে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার কীর্তিতে ভারতের পেসার: 
প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: কেপটাউন; ২০২৪ 
প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: নটিংহাম; ২০২১ 
প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: জোহানেসবার্গ; ২০১৮ 

কেপটাউনের নিউল্যান্ডসে সর্বোচ্চ উইকেট নেওয়া সেরা ৫ বিদেশি বোলার: 
২৫-কলিন ব্লাইথ (ইংল্যান্ড) 
১৮-জসপ্রীত বুমরা (ভারত) 
১৭-শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) 
১৬-জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) 
১৫-জনি ব্রিগস (ইংল্যান্ড) 

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-এই চার দেশ মিলে ভারতীয় বোলারের ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি: 
৭-কপিল দেব
৬-জসপ্রীত বুমরা 
৬-জহির খান
৬-ভগবত চন্দ্রশেখর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত