Ajker Patrika

ভারতের কাছে ফের ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ

ভারতের কাছে ফের ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ

টানা তিন ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজেও ভারতের কাছে ধবলধোলাইয়ের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে ভারতের জয় ১৭ রানে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৪ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পারে উইন্ডিজ। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড়। তবে ঈশান কিষান (৩৪) ও শ্রেয়াস আইয়ারের (২৫) ব্যাটে বড় স্কোরের ভিত পায় ভারত। অল্প রানের ব্যবধানে ফিরে যান এ দুই ব্যাটার। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক রোহিত শর্মাও (৭)। তবে প্রান্ত আগলে দলকে এগিয়ে নেন সূর্যকুমার যাদব। ৩১ বলে ১ চার ও ৭ ছক্কায় ঝোড়ো ৬৫ রান করেন সূর্যকুমার। ভেঙ্কেটেশ আইয়ার করেন ১৯ বলে ৩৫ রান। ভারত পায় ১৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। 

জবাবে ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ। এরপর নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের ব্যাটে ধাক্কা সামাল দেয় অতিথিরা। পাওয়েলের বিদায়ের পর একাই চেষ্টা করে যান পুরান। কিন্তু অন্য প্রান্ত থেকে সহায়তা না পাওয়া দলকে জেতাতে পারেননি তিনিও। পুরান আউট হন ৪৭ বলে ৬১ রানের ইনিংস খেলে। ভারতের হয়ে ৩ উইকেট নেন হার্শাল প্যাটেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত