Ajker Patrika

ম্যাচসেরা হওয়ার রহস্য জানালেন মিরাজ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২২: ৪৯
ম্যাচসেরা হওয়ার রহস্য জানালেন মিরাজ

বাংলাদেশ ক্রিকেট দলের যেন ‘ত্রাতা’ হয়ে উঠলেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচসেরা হয়েছেন মিরাজ। সিরিজ জয়ের নায়ক হওয়ার সফলতার রহস্য জানালেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৯ ওভারে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭ম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। ইনিংসের শেষ বলে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। যার সুবাদে বাংলাদেশ ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৭১ রান। ৮৩ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৬.১ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স করে মিরাজ হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।

কঠোর পরিশ্রমকেই সফলতার কারণ হিসেবে মনে করছেন মিরাজ। একই সঙ্গে ১৪৮ রানের জুটি গড়ার সঙ্গী রিয়াদেরও প্রশংসা করেছেন। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই অফস্পিনিং অলরাউন্ডার বলেন, ‘গত কয়েক বছরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কিছু জায়গায় আমার ফোকাস করা দরকার ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে কোচ আমাকে অনেক তথ্য দিয়েছেন। তিনি (মাহমুদুল্লাহ) সিনিয়র ক্রিকেটার এবং আমরা জুটি গড়তে চেয়েছিলাম। এটা আমার জন্য দারুণ এক মুহূর্ত ছিল এবং বোলিংয়ের সময় আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করেছি।’

৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৯.৩ ওভারে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৪১ বলে ৫১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। ৯ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত