Ajker Patrika

বাংলাদেশি সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সাবেক কিউই ওপেনার 

বাংলাদেশি সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সাবেক কিউই ওপেনার 

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। শেষ বিকেলে ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে জয়ের সুবাস পাচ্ছে মুমিনুল হকের দল। দিন শেষে ৫ উইকেটে হাতে রেখে ১৭ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। এ অবস্থায় টেলিভিশন ধারাভাষ্যে নিজের করা এক মন্তব্য ফিরিয়ে নিয়েছেন মার্ক রিচার্ডসন।

ম্যাচের একটা সময় রিচার্ডসন বলেছিলেন, ম্যাচটা হারতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু দিন শেষে দুই দলের অবস্থান পর্যালোচনা করে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন তিনি। স্পার্ক স্পোর্টস টিভির বিশ্লেষণে রিচার্ডসন বলেন, ‘নিউজিল্যান্ডের তখন ৬ রানে এক উইকেট। তখন আমি বলেছিলাম বাংলাদেশ এই ম্যাচ হারতে যাচ্ছে। আর নিউজিল্যান্ড সহজ জয়ের পথে এগোচ্ছে। তবে এখন আমি বাংলাদেশি সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ ওই মুহূর্ত থেকে সারা বিকেল বাংলাদেশই দাপট দেখিয়েছে। এখন তারা যে অবস্থানে আছে এর জন্য তাদের কৃতিত্ব দিতে হবে।’

কাজ এখনো বাকি আছে লিটন-ইবাদতদের। নিউজিল্যান্ডের কন্ডিশনে হারের গেরো খুলতে দাপট দেখাতে হবে কাল শেষ দিনেও। তিন সংস্করণ মিলে এখানে ৩২ ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। ৩৩ তম ম্যাচে এসে জয়ের স্বপ্ন দেখাচ্ছে মুমিনুল হকের দল। রিচার্ডসনের এই ক্ষমা চাওয়ার চেয়ে বাংলাদেশ সমর্থকদের পুরো মনোযোগ এখন ম্যাচের ফল ঘিরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত