কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে গতকাল ইডেন গার্ডেনসের গ্যালারিতে ছিলেন শাহরুখ খান। গ্যালারিতে দলের জয় উপভোগ করবেন এমন আকাঙ্ক্ষাই ছিল বলিউড বাদশাহর। কিন্তু গতকাল কিং খানের সেই আশা পূরণ হয়নি।
রেকর্ড ২৬২ রানের লক্ষ্য দিয়েও যে ঘরের মাঠে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছে কলকাতাকে। স্বাগতিকদের জয় ছিনিয়ে নেওয়ার ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে পাঞ্জাব কিংসের নায়ক জনি বেয়ারস্টো হলেও জয়ে কম অবদান ছিল না শশাঙ্ক সিংয়ের। এই দুজনের সঙ্গে অবদান ছিল ৫৪ রান করা প্রবসিমরন সিংয়েরও।
তবে আইপিএলে প্রতিনিয়তই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন শশাঙ্ক। যাঁকে ভুল করে কিনেছিল বলে দলে নিতে চেয়েছিল না পাঞ্জাব সেই ৩২ বছর বয়সী ব্যাটারই এখন দলটির ধারাবাহিক পারফরমার। তারই ধারাবাহিকতা গতকাল ৬৮ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন তিনি। ২৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৮ ছক্কায়। ওপেনিংয়ে নেমে বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রানের অপরাজিত এক ইনিংস খেললেও চার নেমে যদি এমন ঝোড়ো ইনিংসটি না খেলতেন তাহলে হয়তো হাসিমুখে মাঠ ছাড়া হতো না পাঞ্জাবের।
সবকিছু ঠিকঠাকমতো হওয়ায় ভীষণ খুশি হয়েছেন শশাঙ্ক। আনন্দের মুহূর্তটা আবার উদ্যাপন করেছেন শাহরুখের আইকনিক পোজ নকল করে। ম্যাচ শেষে তাঁর সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে পাঞ্জাব কিংস। ভিডিওতে দেখা যায়, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার গানের তালে তালে দুই হাত দুদিকে ছড়িয়ে পোজ দিচ্ছেন শশাঙ্ক। আর তাঁকে বলতে শোনা যায়, ‘ধন্যবাদ ইডেন গার্ডেনস।’ ক্যাপশনে লেখা, ‘Sssshhhh.... Shaaaaashaaaaa... Shashankkkkkk!’ যেন কিং খানকে মনে করিয়ে দিলেন ইডেন গার্ডেনস থেকে সব ভালোবাসা নিয়ে যাচ্ছেন।
কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে গতকাল ইডেন গার্ডেনসের গ্যালারিতে ছিলেন শাহরুখ খান। গ্যালারিতে দলের জয় উপভোগ করবেন এমন আকাঙ্ক্ষাই ছিল বলিউড বাদশাহর। কিন্তু গতকাল কিং খানের সেই আশা পূরণ হয়নি।
রেকর্ড ২৬২ রানের লক্ষ্য দিয়েও যে ঘরের মাঠে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছে কলকাতাকে। স্বাগতিকদের জয় ছিনিয়ে নেওয়ার ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে পাঞ্জাব কিংসের নায়ক জনি বেয়ারস্টো হলেও জয়ে কম অবদান ছিল না শশাঙ্ক সিংয়ের। এই দুজনের সঙ্গে অবদান ছিল ৫৪ রান করা প্রবসিমরন সিংয়েরও।
তবে আইপিএলে প্রতিনিয়তই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন শশাঙ্ক। যাঁকে ভুল করে কিনেছিল বলে দলে নিতে চেয়েছিল না পাঞ্জাব সেই ৩২ বছর বয়সী ব্যাটারই এখন দলটির ধারাবাহিক পারফরমার। তারই ধারাবাহিকতা গতকাল ৬৮ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন তিনি। ২৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৮ ছক্কায়। ওপেনিংয়ে নেমে বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রানের অপরাজিত এক ইনিংস খেললেও চার নেমে যদি এমন ঝোড়ো ইনিংসটি না খেলতেন তাহলে হয়তো হাসিমুখে মাঠ ছাড়া হতো না পাঞ্জাবের।
সবকিছু ঠিকঠাকমতো হওয়ায় ভীষণ খুশি হয়েছেন শশাঙ্ক। আনন্দের মুহূর্তটা আবার উদ্যাপন করেছেন শাহরুখের আইকনিক পোজ নকল করে। ম্যাচ শেষে তাঁর সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে পাঞ্জাব কিংস। ভিডিওতে দেখা যায়, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার গানের তালে তালে দুই হাত দুদিকে ছড়িয়ে পোজ দিচ্ছেন শশাঙ্ক। আর তাঁকে বলতে শোনা যায়, ‘ধন্যবাদ ইডেন গার্ডেনস।’ ক্যাপশনে লেখা, ‘Sssshhhh.... Shaaaaashaaaaa... Shashankkkkkk!’ যেন কিং খানকে মনে করিয়ে দিলেন ইডেন গার্ডেনস থেকে সব ভালোবাসা নিয়ে যাচ্ছেন।
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সেই আসরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। হকির বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তাঁরা...
৮ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব এর আগেও কয়েকবার পেয়েছেন সমিত সোম। কিন্তু কখনোই সবুজ সংকেত দেননি। গত মার্চে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীকে খেলতে দেখার পর বদল আসে তাঁর ভাবনায়। নিজেকে বলতে শুরু করেন, ‘প্রিমিয়ার লিগে খেলা হামজা যদি পারেন, তাহলে আমি কেন নয়।’
৯ ঘণ্টা আগেদুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
৯ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে পিএসএল পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হতে পারে।
১৩ ঘণ্টা আগে