ঠাসা সূচির চাপ আর নিতে পারছেন না ক্রিকেটাররা। ক্রিকেটের ব্যস্ত সূচির চাপ সামলাতে না পেরে এক সপ্তাহের মধ্যে একাধিক ক্রিকেটার নির্দিষ্ট সংস্করণকে বিদায় বলেছেন। বেন স্টোকস ছেড়েছেন ওয়ানডে সংস্করণ, তামিম ইকবাল ছাড়লেন টি-টোয়েন্টি সংস্করণ আর লেন্ডল সিমন্স তো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বললেন।
ক্রিকেটের এই ব্যস্ত সূচি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তির পরামর্শ আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থেকে ওয়ানডে সংস্করণ বাদ দেওয়া। কারন হিসেবে দেখিয়েছেন, ওয়ানডে ম্যাচ দেখতে এখন আর স্টেডিয়াম ভর্তি দর্শক পাওয়া যায় না । সাবেক পাকিস্তান পেসার বলেন, ‘আমি মনে করি, ওয়ানডে ক্রিকেটকে সূচি থেকে বাদ দেওয়া উচিত। ইংল্যান্ডে খেলা হলে মাঠ ভর্তি দর্শক দেখা যায়। তবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকায় সেটা দেখা যায় না।’
ওয়াসিম মনে করেন, ওয়ানডের প্রতি ক্রিকেটারদের মনোযোগও কমে যাচ্ছে। তিনি বলেন, ‘এখন দলগুলো ওয়ানডে খেলে শুধুমাত্র খেলার জন্য। প্রথম দল ওভারের প্রতি বলে রান নেওয়ার চেষ্টা করে। মাঝে একটা বাউন্ডারি, চারজন ফিল্ডার বৃত্তের ভেতর থাকে। এভাবেই ৪০ ওভারে ২০০-২২০ রান তোলে। এরপর শেষ দশ ওভারে ১০০ রান নেওয়ার চেষ্টা করে দলগুলো। প্রত্যেক ম্যাচে এই একই ঘটনা দেখতে পাই।’
ওয়াসিমের মতে, টি-টোয়েন্টি সংস্করণ আধুনিক ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিবাচক দিক তুলে ধরে ওয়াসিম বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণ অনেক সহজ। কয়েক ঘণ্টাতেই ম্যাচ শেষ করা যায়। এছাড়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চাহিদাও অনেক বেশি। অনেক অর্থ আয় করার সুযোগ থাকে টি-টোয়েন্টি থেকে, যা কিনা আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। বলতেই হচ্ছে, ওয়ানডে ক্রিকেট মারা যাওয়ার পথে।’
ঠাসা সূচির চাপ আর নিতে পারছেন না ক্রিকেটাররা। ক্রিকেটের ব্যস্ত সূচির চাপ সামলাতে না পেরে এক সপ্তাহের মধ্যে একাধিক ক্রিকেটার নির্দিষ্ট সংস্করণকে বিদায় বলেছেন। বেন স্টোকস ছেড়েছেন ওয়ানডে সংস্করণ, তামিম ইকবাল ছাড়লেন টি-টোয়েন্টি সংস্করণ আর লেন্ডল সিমন্স তো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বললেন।
ক্রিকেটের এই ব্যস্ত সূচি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তির পরামর্শ আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থেকে ওয়ানডে সংস্করণ বাদ দেওয়া। কারন হিসেবে দেখিয়েছেন, ওয়ানডে ম্যাচ দেখতে এখন আর স্টেডিয়াম ভর্তি দর্শক পাওয়া যায় না । সাবেক পাকিস্তান পেসার বলেন, ‘আমি মনে করি, ওয়ানডে ক্রিকেটকে সূচি থেকে বাদ দেওয়া উচিত। ইংল্যান্ডে খেলা হলে মাঠ ভর্তি দর্শক দেখা যায়। তবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকায় সেটা দেখা যায় না।’
ওয়াসিম মনে করেন, ওয়ানডের প্রতি ক্রিকেটারদের মনোযোগও কমে যাচ্ছে। তিনি বলেন, ‘এখন দলগুলো ওয়ানডে খেলে শুধুমাত্র খেলার জন্য। প্রথম দল ওভারের প্রতি বলে রান নেওয়ার চেষ্টা করে। মাঝে একটা বাউন্ডারি, চারজন ফিল্ডার বৃত্তের ভেতর থাকে। এভাবেই ৪০ ওভারে ২০০-২২০ রান তোলে। এরপর শেষ দশ ওভারে ১০০ রান নেওয়ার চেষ্টা করে দলগুলো। প্রত্যেক ম্যাচে এই একই ঘটনা দেখতে পাই।’
ওয়াসিমের মতে, টি-টোয়েন্টি সংস্করণ আধুনিক ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিবাচক দিক তুলে ধরে ওয়াসিম বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণ অনেক সহজ। কয়েক ঘণ্টাতেই ম্যাচ শেষ করা যায়। এছাড়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চাহিদাও অনেক বেশি। অনেক অর্থ আয় করার সুযোগ থাকে টি-টোয়েন্টি থেকে, যা কিনা আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। বলতেই হচ্ছে, ওয়ানডে ক্রিকেট মারা যাওয়ার পথে।’
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ১৪ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতেছে। সামনে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো কঠিন প্রতিপক্ষ। হংকংয়ের মতো সহজ প্রতিপক্ষ পেলে যেকোনো দলই যেভাবে ‘খুনে মানসিকতা’ নিয়ে খেলে, জয় পেলেও বাংলাদেশ কি সেভাবে খেলতে পেরেছে?
৮ ঘণ্টা আগে‘ইটস কামিং হোম’—বেশ স্বস্তি নিয়েই বললেন জামাল ভূঁইয়া। শুধু জামাল নয়, সব ফুটবলারের মধ্যে তখন ঘরে ফেরার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছিল। দেশের বাইরে কোথাও গেলে ফেরার একটা তাড়না মনের কোনায় থেকে যায় সব সময়ই। জামালদের এবারের ফেরাটা অবশ্য অন্য রকম। গত তিন দিনের অধীর অপেক্ষার পর অবশেষে গতকাল দেশের মাটি ছুঁয়ে...
৮ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গুছিয়ে আনতে চান ইংল্যান্ড কোচ টমাস টুখেল। এজন্য দলে তারকা কিংবা অভিজ্ঞ ফুটবলারদের জায়গা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগেশ্রীলঙ্কায় হওয়া ২০২৩ এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তানজিম হাসান সাকিবের। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৭.৫ ওভারে মাত্র ৩২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। অভিষেকেই আগ্রাসী মানসিকতা দেখিয়ে সবার নজরে আসেন এই তরুণ পেসার।
৯ ঘণ্টা আগে