Ajker Patrika

ওয়ানডে ক্রিকেটকে আন্তর্জাতিক সূচি থেকে বাদ দিতে বললেন ওয়াসিম

আপডেট : ২১ জুলাই ২০২২, ১৯: ৫৪
ওয়ানডে ক্রিকেটকে আন্তর্জাতিক সূচি থেকে বাদ দিতে বললেন ওয়াসিম

ঠাসা সূচির চাপ আর নিতে পারছেন না ক্রিকেটাররা। ক্রিকেটের ব্যস্ত সূচির চাপ সামলাতে না পেরে এক সপ্তাহের মধ্যে একাধিক ক্রিকেটার নির্দিষ্ট সংস্করণকে বিদায় বলেছেন। বেন স্টোকস ছেড়েছেন ওয়ানডে সংস্করণ, তামিম ইকবাল ছাড়লেন টি-টোয়েন্টি সংস্করণ আর লেন্ডল সিমন্স তো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বললেন।

ক্রিকেটের এই ব্যস্ত সূচি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তির পরামর্শ আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থেকে ওয়ানডে সংস্করণ বাদ দেওয়া। কারন হিসেবে দেখিয়েছেন, ওয়ানডে ম্যাচ দেখতে এখন আর স্টেডিয়াম ভর্তি দর্শক পাওয়া যায় না । সাবেক পাকিস্তান পেসার বলেন, ‘আমি মনে করি, ওয়ানডে ক্রিকেটকে সূচি থেকে বাদ দেওয়া উচিত। ইংল্যান্ডে খেলা হলে মাঠ ভর্তি দর্শক দেখা যায়। তবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকায় সেটা দেখা যায় না।’

ওয়াসিম মনে করেন, ওয়ানডের প্রতি ক্রিকেটারদের মনোযোগও কমে যাচ্ছে। তিনি বলেন, ‘এখন দলগুলো ওয়ানডে খেলে শুধুমাত্র খেলার জন্য। প্রথম দল ওভারের প্রতি বলে রান নেওয়ার চেষ্টা করে। মাঝে একটা বাউন্ডারি, চারজন ফিল্ডার বৃত্তের ভেতর থাকে। এভাবেই ৪০ ওভারে ২০০-২২০ রান তোলে। এরপর শেষ দশ ওভারে ১০০ রান নেওয়ার চেষ্টা করে দলগুলো। প্রত্যেক ম্যাচে এই একই ঘটনা দেখতে পাই।’

ওয়াসিমের মতে, টি-টোয়েন্টি সংস্করণ আধুনিক ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিবাচক দিক তুলে ধরে ওয়াসিম বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণ অনেক সহজ। কয়েক ঘণ্টাতেই ম্যাচ শেষ করা যায়। এছাড়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চাহিদাও অনেক বেশি। অনেক অর্থ আয় করার সুযোগ থাকে টি-টোয়েন্টি থেকে, যা কিনা আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। বলতেই হচ্ছে, ওয়ানডে ক্রিকেট মারা যাওয়ার পথে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত