Ajker Patrika

তরুণদের আরও সুযোগ দিতে চান ইংল্যান্ড কোচ

ক্রীড়া ডেস্ক    
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: এক্স
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: এক্স

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গুছিয়ে আনতে চান ইংল্যান্ড কোচ টমাস টুখেল। এজন্য দলে তারকা কিংবা অভিজ্ঞ ফুটবলারদের জায়গা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।

হ্যারি কেইন, জুড বেলিংহাম, ফিল ফোডেন, কোল পালমারদের মতো বেশকিছু নামীদামি তারকা ফুটবলার। দলে ভারসাম্য আনতে কেবল এদের নিয়েই সন্তুষ্ট থাকতে চান না টুখেল। তরুণ ফুটবলারদেরও বাজিয়ে দেখতে চান এই জার্মান কোচ।

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে সার্বিয়াকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। ম্যাচটিতে ছিলেন না বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। তাদের পরিবর্তে দলকে ভরসা দিয়েছেন মরগান রজার্স, নোনি মাদুয়েকে, অ্যাডাম হোয়ার্টনদের মতো তরুণ তুর্কিরা। যাঁদের পারফরম্যান্সে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন টুখেল।

বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সময় পার করছে ইংল্যান্ড। ৫ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে তারা। মূল পর্বে জায়গা নিশ্চিত করাটা এখন কেবল সময়ের ব্যবধান তাদের জন্য। টুখেল বলেন, ‘আমি সবসময় সাহসী–আপনারা জানেন। আমরা ইতিমধ্যেই কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছি। প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার জন্য আমরা কেবলমাত্র ২১ জন খেলোয়াড় নিয়ে একটি দল মনোনীত করেছি।’

টুখেল আরও বলেন, ‘দলে জায়গা করে নেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। আপনি যদি ক্যাম্পে থাকেন তাহলে আপনার আচরণ এবং ফর্ম সেরা হতে হবে। আপনাকে সুযোগের সর্বোচ্চটা কাজে লাগাতে হবে। ক্যাম্পে থাকা এবং জায়গার জন্য লড়াই করা একটি সৌভাগ্যের বিষয়। যদি একজন বড় খেলোয়াড় টুর্নামেন্টে মিস করে, তাহলে আমাদের সমাধান থাকা দরকার। আমাদের সেই ছেলেদের ওপর মনোযোগ দিতে হবে যারা সম্ভাব্য সেরা সতীর্থ হতে প্রস্তুত। ফুটবল একটি দলগত খেলা। সার্বিয়ার বিপক্ষে সেটার সঠিক ব্যবহার দেখা গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত