Ajker Patrika

সাকিবকে ছাড়াই অনুশীলনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১২: ৩২
সাকিবকে ছাড়াই অনুশীলনে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আজ সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। সবাই থাকলেও আজ অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান। বায়ো-বাবলে এক দিন পরে ঢোকায় সাকিব অনুশীলনও শুরু করবেন এক দিন পর কাল। 

২৪ আগস্ট বায়ো-বাবলে প্রবেশের পর তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ অনুশীলনে আসেন মুশফিক-মাহমুদউল্লাহরা। সকাল সাড়ে ৯টার দিকে মাঠে আসেন লিটন দাস-সৌম্য সরকাররা। এসেই দলীয় মিটিং শেষে অনুশীলনে নেমে পড়েন মুশফিকরা। এরপর ফুটবল খেলে হালকা গা গরম করেন তাঁরা। প্রথম দিনের অনুশীলনে সব কোচিং স্টাফই ছিলেন। 

জিম্বাবুয়ে সিরিজের পর দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নিয়োগ পাওয়া প্রিন্স অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে ছিলেন না । ২০২২ বিশ্বকাপ পর্যন্ত নতুন করে চুক্তি হওয়ায় লিটন-সৌম্যদের আজকের অনুশীলনে দেখা মিলল প্রিন্সেরও। দলের সঙ্গে ২৪ আগস্ট বায়ো-বাবলে ঢুকতে না পারায় প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সাকিব।

ওমরাহ হজ শেষ করে এক দিন পর ২৫ আগস্ট বায়ো-বাবলে প্রবেশ করে কোয়ারেন্টিনে যান সাকিব। সাকিবের কোয়ারেন্টিন শেষ হবে আজ। কাল অনুশীলনে যোগ দেবেন এই বাঁহাতি অলরাউন্ডার। বাংলাদেশ দলের অনুশীলন শেষ হলে দুপুরে অনুশীলন আসবে নিউজিল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত