Ajker Patrika

পরাজয় মানতে পারছেন না পাকিস্তান অধিনায়ক

পরাজয় মানতে পারছেন না পাকিস্তান অধিনায়ক

মেয়েদের এবারের ওয়ানডে বিশ্বকাপে চার ম্যাচ খেলে এখনো জয়হীন পাকিস্তান। আজ বাংলাদেশের বিপক্ষে কাছে গিয়েও পরাজয় বরণ করতে হয়েছে পাকিস্তান মেয়েদের। হ্যামিল্টনের স্যাডন পার্কে পাকিস্তানকে ২৩৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ৫০ ওভার খেলেও সেই লক্ষ্য থেকে ৯ রানের দূরত্বে থাকে পাকিস্তান। 

ম্যাচের একটা পর্যায় পর্যন্ত বেশ ভালো অবস্থানে ছিল পাকিস্তান। যখন ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৮৩ রান। এ অবস্থা থেকে হার কোনোভাবেই মানতে পারছেন না পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে বেশ দৃঢ়তা দেখায় পাকিস্তান টপঅর্ডার। কিন্তু ভালো শুরুটা পূর্ণতা দিতে পারেনি মিডলঅর্ডার। 

দ্রুতই আউট হয়ে যান মিডলঅর্ডারের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর চাপ থেকে আর বের হতে পারেনি পাকিস্তান। পাকিস্তান অধিনায়কের ক্ষোভটা তাই মিডলঅর্ডার ব্যাটারদের ওপর, ‘এই হার মেনে নেওয়া কঠিন। আমার ম্যাচে ভালোভাবেই ছিলাম। মিডলঅর্ডার ব্যাটারদের বাজে শট খেলে আউট হওয়া ম্যাচ থেকে আমাদের ছিটকে দিয়েছে।’ 

ওপেনার সিদরা আমিনের সেঞ্চুরিও পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট হয়নি। কিন্তু ম্যাচটা শেষ করে আসতে না পারায় তিনিও হতাশ জানিয়ে বিসমাহ বলছেন, ‘সিদরা দুর্দান্ত খেলেছে। ম্যাচটা শেষ করে আসতে না পারায় সেও হতাশ। যে অবস্থায় ছিলাম, আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল। আমরা এখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত