বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা তথ্যচিত্র বানিয়েছিল আইসিসি। যেখানে দেখানো হয়েছিল মিরাজের মধ্যে ভবিষ্যতের সাকিব আল হাসান হওয়ার সম্ভাবনা লুকিয়ে। লম্বা সময় সাকিব ছিলেন আইসিসির র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার। এখন মিরাজের সামনেও বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার সুযোগ।
আইসিসির আজকের হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে দেখা গেছে, টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন মিরাজ। ২৭ বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডার এগিয়েছেন দুই ধাপ। তাঁর রেটিং পয়েন্ট ২৮৪। এর আগে টেস্ট ক্যারিয়ারে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন নম্বর অবস্থান ছিল তাঁর সেরা র্যাঙ্কিং।
টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন রবীন্দ্র জাদেজা। ৪১৫ রেটিং এখন জাদেজার। এই তালিকায় তিন ও চারে থাকা রবিচন্দ্রন অশ্বিন ও সাকিবের রেটিং ২৮৩ ও ২৬৩। আইসিসি সাপ্তাহিক পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করলেও মিরাজ ২০২৪ সালে টেস্টে দুর্দান্ত খেলেছেন। পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই সেটা স্পষ্ট বোঝা যাবে। এ বছর ১০ টেস্টে ৪ ফিফটিতে করেছেন ৬১৪ রান। গড় ৩৮.৩৭। বোলিংয়ে নিয়েছেন ৩১ উইকেট। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এ বছর ব্যাটিং, বোলিংয়ে কেউই নেই মিরাজের ধারে-কাছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছর কাটিয়ে দেওয়া মিরাজের মধ্যে সম্ভাবনা থাকার পরও নিজেকে দুর্দান্ত অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর ব্যাটিং পজিশন। সাত-আটে নেমে একজন ব্যাটারের পক্ষে কয়টাই আর বড় ইনিংস খেলা যায়? এ বছর মিরাজ ব্যাটিংয়ে নিয়মিত রানের ফোয়ারা ছুটিয়েছেন। শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজই নয়, টেস্টে এ বছর বিপর্যয়ের মুহূর্তে দলের হাল মিরাজ ধরেছেন অনেকবার। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টই জলজ্যান্ত উদাহরণ। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ।
অলরাউন্ডার মিরাজের কাঁধে এখন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব বর্তেছে। অধিনায়ক হওয়ার পর ব্যাটিং পজিশনে উন্নতি ঘটেছে। নিয়মিত রানও করছেন। আর অফ স্পিনের জাদু তো আছেই। কদিন আগে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ১৫ বছরের অপেক্ষা ফুরিয়েছে বাংলাদেশের।
মিরাজের সামনে যখন টেস্ট অলরাউন্ডারের সিংহাসনে বসার সুযোগ, তখন সাকিব যেন পতনমুখী রাজা। গত সেপ্টেম্বরে কানপুরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব। সে ইচ্ছাটা তাঁর পূরণ হয়নি। তাঁর টেস্ট বিদায় নিয়ে এখনো সংশয়হীন না হওয়ার কারণেই কি র্যাঙ্কিংয়ে এখনো সাকিবের নাম রেখেছে আইসিসি?
বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা তথ্যচিত্র বানিয়েছিল আইসিসি। যেখানে দেখানো হয়েছিল মিরাজের মধ্যে ভবিষ্যতের সাকিব আল হাসান হওয়ার সম্ভাবনা লুকিয়ে। লম্বা সময় সাকিব ছিলেন আইসিসির র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার। এখন মিরাজের সামনেও বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার সুযোগ।
আইসিসির আজকের হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে দেখা গেছে, টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন মিরাজ। ২৭ বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডার এগিয়েছেন দুই ধাপ। তাঁর রেটিং পয়েন্ট ২৮৪। এর আগে টেস্ট ক্যারিয়ারে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন নম্বর অবস্থান ছিল তাঁর সেরা র্যাঙ্কিং।
টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন রবীন্দ্র জাদেজা। ৪১৫ রেটিং এখন জাদেজার। এই তালিকায় তিন ও চারে থাকা রবিচন্দ্রন অশ্বিন ও সাকিবের রেটিং ২৮৩ ও ২৬৩। আইসিসি সাপ্তাহিক পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করলেও মিরাজ ২০২৪ সালে টেস্টে দুর্দান্ত খেলেছেন। পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই সেটা স্পষ্ট বোঝা যাবে। এ বছর ১০ টেস্টে ৪ ফিফটিতে করেছেন ৬১৪ রান। গড় ৩৮.৩৭। বোলিংয়ে নিয়েছেন ৩১ উইকেট। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এ বছর ব্যাটিং, বোলিংয়ে কেউই নেই মিরাজের ধারে-কাছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছর কাটিয়ে দেওয়া মিরাজের মধ্যে সম্ভাবনা থাকার পরও নিজেকে দুর্দান্ত অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর ব্যাটিং পজিশন। সাত-আটে নেমে একজন ব্যাটারের পক্ষে কয়টাই আর বড় ইনিংস খেলা যায়? এ বছর মিরাজ ব্যাটিংয়ে নিয়মিত রানের ফোয়ারা ছুটিয়েছেন। শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজই নয়, টেস্টে এ বছর বিপর্যয়ের মুহূর্তে দলের হাল মিরাজ ধরেছেন অনেকবার। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টই জলজ্যান্ত উদাহরণ। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ।
অলরাউন্ডার মিরাজের কাঁধে এখন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব বর্তেছে। অধিনায়ক হওয়ার পর ব্যাটিং পজিশনে উন্নতি ঘটেছে। নিয়মিত রানও করছেন। আর অফ স্পিনের জাদু তো আছেই। কদিন আগে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ১৫ বছরের অপেক্ষা ফুরিয়েছে বাংলাদেশের।
মিরাজের সামনে যখন টেস্ট অলরাউন্ডারের সিংহাসনে বসার সুযোগ, তখন সাকিব যেন পতনমুখী রাজা। গত সেপ্টেম্বরে কানপুরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব। সে ইচ্ছাটা তাঁর পূরণ হয়নি। তাঁর টেস্ট বিদায় নিয়ে এখনো সংশয়হীন না হওয়ার কারণেই কি র্যাঙ্কিংয়ে এখনো সাকিবের নাম রেখেছে আইসিসি?
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে