Ajker Patrika

এনজিওপ্লাস্টির পর মাঠে ফেরার অনুমতি পেয়েছেন আবিদ 

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৫: ৩৬
এনজিওপ্লাস্টির পর মাঠে ফেরার অনুমতি পেয়েছেন আবিদ 

এনজিওপ্লাস্টির চার মাস পর ক্রিকেটে ফিরতে প্রস্তুত পাকিস্তানি ওপেনার আবিদ আলী। চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হওয়ায় ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন ৩৪ বছর বয়সী আবিদ। 

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ব্যাটিং করার সময় বুকে ব্যথা অনুভব করেন আবিদ। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন আবিদ। এরপর দুই দফায় এনজিওপ্লাস্টি করানো হয় তাঁর। 

এনজিওপ্লাস্টির পর প্রায় চার মাস ধরে ‘কনজারভেটিভ’ কার্ডিয়াক পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। এরপর নির্দিষ্ট গতিতে দৌড়ানো শুরু করেন। গত মাসে নেট অনুশীলনে ফেরেন তিনি লাহোরে হাই পারফরম্যান্স সেন্টারে। সম্প্রতি পিসিবি কর্তৃক তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপরই তাকে পিসিবি থেকে প্রতিযোগিতামূলক খেলার অনুমতি দেওয়া হয়। 

ক্রিকেটে ফেরার অনুমতি পেয়ে ইএসপিএনক্রিকইনফোকে আবিদ আলী বলেছেন, ‘আমি আবার পাকিস্তানের হয়ে খেলার জন্য উন্মুখ হয়ে আছি। ডাক্তাররা আমাকে মাঠে ফেরার অনুমতি দিয়েছেন এবং অবশেষে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারব। অসুস্থ থাকাকালীন আমি ক্রিকেট নিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছিলাম এবং প্রথমে সুস্থ জীবন ফিরে পাওয়ার দিকে মনোনিবেশ করি। সময়টা কঠিন ছিল, কিন্তু কঠিন পুনর্বাসনের মাধ্যমে নিজেকে ফিরে পাওয়াটা দুর্দান্ত হয়েছে।’ 

টেস্ট ও ওয়ানডেতে অভিষেকে সেঞ্চুরি করা ইতিহাসের একমাত্র ক্রিকেটার আবিদ। তবে পাকিস্তানের হয়ে তিনি নিয়মিত ছিলেন টেস্টে। সুস্থ হয়ে উঠলেও টেস্ট দলে জায়গা পাওয়াটা সহজ হবে না। কারণ এই সময়ে ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি আলো ছড়িয়েছে। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজেও রান পেয়েছেন। তৃতীয় ওপেনার হিসেবে আছেন শান মাসুদ। শান অস্ট্রেলিয়া সিরিজে জায়গা না পাওয়ায় কাউন্টিতে খেলছেন। টানা দুই ডাবল সেঞ্চুরি করে তিনিও দলে ফেরার দাবি জানাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত