‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়?’—নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে এমনই এক মজার পোস্ট করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
এলপিএলের দ্বিতীয় ম্যাচেই মজার দৃশ্যটা দেখা গেল। গল টাইটানস ও ডাম্বুলা আওরার ম্যাচের মাঝপথে মাঠে প্রবেশ করল বড়সড় একটি সাপ। তখন বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হলো,
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!’
চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল তাঁর দল গল। আগে ব্যাটিং করে ১৮০ রান করেছিলেন তাঁরা। লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলাও থামে ১৮০ রানে। সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা। ভানুকা রাজাপাকসের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল।
বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে করেছেন ২৩ রান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ল ওই সাপ। এতে কিছু সময় খেলাও বন্ধ রাখতে হলো। আম্পায়াররা ওই সেই সাপ মাঠ থেকে বের দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একগুঁয়ে সাপ সহজে মাঠ ছাড়ছিল না। কয়েকবার চেষ্টার পর বের করা হয়।
এলপিএল পেজের পোস্টের অনুকরণে বলতে হয়, সাপও তবে সাকিবদের খেলা না দেখে থাকতে পারল না!
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়?’—নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে এমনই এক মজার পোস্ট করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
এলপিএলের দ্বিতীয় ম্যাচেই মজার দৃশ্যটা দেখা গেল। গল টাইটানস ও ডাম্বুলা আওরার ম্যাচের মাঝপথে মাঠে প্রবেশ করল বড়সড় একটি সাপ। তখন বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হলো,
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!’
চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল তাঁর দল গল। আগে ব্যাটিং করে ১৮০ রান করেছিলেন তাঁরা। লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলাও থামে ১৮০ রানে। সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা। ভানুকা রাজাপাকসের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল।
বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে করেছেন ২৩ রান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ল ওই সাপ। এতে কিছু সময় খেলাও বন্ধ রাখতে হলো। আম্পায়াররা ওই সেই সাপ মাঠ থেকে বের দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একগুঁয়ে সাপ সহজে মাঠ ছাড়ছিল না। কয়েকবার চেষ্টার পর বের করা হয়।
এলপিএল পেজের পোস্টের অনুকরণে বলতে হয়, সাপও তবে সাকিবদের খেলা না দেখে থাকতে পারল না!
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
১২ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে