ক্রীড়া ডেস্ক
ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ এপ্রিল। শেষ হতে হতে মে মাসের প্রথম সপ্তাহ। এই সিরিজের পর ঘরের মাঠে ব্যস্ততা বাড়বে জিম্বাবুয়ের।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে। ত্রিদেশীয় সিরিজটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। ১৪ জুলাই জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ডাবল লিগ পদ্ধতির এই সিরিজের ফাইনাল হবে ২৬ জুলাই। সিরিজের সাত ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে। ত্রিদেশীয় সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা। ২৮ জুন বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৬ জুলাই একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ জুলাই বুলাওয়েতে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। ৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টেরও ভেন্যু বুলাওয়ে। এবারের টেস্ট সিরিজ দিয়ে ১১ বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে জিম্বাবুয়ে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের মাঠে দক্ষিণ আফ্রিকা সবশেষ টেস্ট খেলেছিল ২০১৪ সালে। ১৯৯৫ থেকে ২০১৪ পর্যন্ত ১৯ বছরে জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারাই জিতেছে চারটি। একটি টেস্ট ড্র হয়েছে।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। যদি পাঁচ দিন গড়ায়, তাহলে এই টেস্ট শেষ হবে ২ মে। বাংলাদেশ সিরিজের পর জিম্বাবুয়েকে এরপর উড়াল দিতে হবে ইংল্যান্ডে। ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ে-ইংল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট শুরু ২২ মে।
ম্যাচ | তারিখ | ভেন্যু |
---|---|---|
প্রথম টেস্ট | ২৮ জুন থেকে ২ জুলাই | বুলাওয়ে |
দ্বিতীয় টেস্ট | ৬ থেকে ১০ জুলাই | বুলাওয়ে |
ম্যাচ | তারিখ | ভেন্যু |
জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা | ১৪ জুলাই | হারারে |
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড | ১৬ জুলাই | হারারে |
জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড | ১৮ জুলাই | হারারে |
জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা | ২০ জুলাই | হারারে |
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড | ২২ জুলাই | হারারে |
জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড | ২৪ জুলাই | হারারে |
ফাইনাল | ২৬ জুলাই | হারারে |
প্রথম টেস্ট | ৩০ জুলাই থেকে ৩ আগস্ট | বুলাওয়ে |
দ্বিতীয় টেস্ট | ৭ থেকে ১১ আগস্ট | বুলাওয়ে |
ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ এপ্রিল। শেষ হতে হতে মে মাসের প্রথম সপ্তাহ। এই সিরিজের পর ঘরের মাঠে ব্যস্ততা বাড়বে জিম্বাবুয়ের।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে। ত্রিদেশীয় সিরিজটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। ১৪ জুলাই জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ডাবল লিগ পদ্ধতির এই সিরিজের ফাইনাল হবে ২৬ জুলাই। সিরিজের সাত ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে। ত্রিদেশীয় সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা। ২৮ জুন বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৬ জুলাই একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ জুলাই বুলাওয়েতে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। ৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টেরও ভেন্যু বুলাওয়ে। এবারের টেস্ট সিরিজ দিয়ে ১১ বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে জিম্বাবুয়ে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের মাঠে দক্ষিণ আফ্রিকা সবশেষ টেস্ট খেলেছিল ২০১৪ সালে। ১৯৯৫ থেকে ২০১৪ পর্যন্ত ১৯ বছরে জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারাই জিতেছে চারটি। একটি টেস্ট ড্র হয়েছে।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। যদি পাঁচ দিন গড়ায়, তাহলে এই টেস্ট শেষ হবে ২ মে। বাংলাদেশ সিরিজের পর জিম্বাবুয়েকে এরপর উড়াল দিতে হবে ইংল্যান্ডে। ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ে-ইংল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট শুরু ২২ মে।
ম্যাচ | তারিখ | ভেন্যু |
---|---|---|
প্রথম টেস্ট | ২৮ জুন থেকে ২ জুলাই | বুলাওয়ে |
দ্বিতীয় টেস্ট | ৬ থেকে ১০ জুলাই | বুলাওয়ে |
ম্যাচ | তারিখ | ভেন্যু |
জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা | ১৪ জুলাই | হারারে |
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড | ১৬ জুলাই | হারারে |
জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড | ১৮ জুলাই | হারারে |
জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা | ২০ জুলাই | হারারে |
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড | ২২ জুলাই | হারারে |
জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড | ২৪ জুলাই | হারারে |
ফাইনাল | ২৬ জুলাই | হারারে |
প্রথম টেস্ট | ৩০ জুলাই থেকে ৩ আগস্ট | বুলাওয়ে |
দ্বিতীয় টেস্ট | ৭ থেকে ১১ আগস্ট | বুলাওয়ে |
অন্তর্বর্তী সরকারের গত এক বছরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময়ে বোর্ডের সভাপতির তালিকায় নাম দেখা যাবে তিনজনকে! সভাপতি পরিবর্তন, গঠনতন্ত্র সংশোধনের ব্যর্থ উদ্যোগ, আর্থিক বিষয়ে সিদ্ধান্ত, ক্রিকেট প্রশাসনে তামিম ইকবালের আসা নিয়ে নানা জল্পনা-কল্পনা...
৭ মিনিট আগে৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
১২ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
১২ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
১৩ ঘণ্টা আগে