ক্রীড়া ডেস্ক
কনকাশন বদলি আইনে পরিবর্তন আনছে আইসিসি। আর এই পরিবর্তন কার্যকর হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার আসন্ন টেস্ট সিরিজ দিয়ে।
ভারত-ইংল্যান্ডের গত টি-টোয়েন্টি সিরিজে কনকাশন বদলি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। চতুর্থ টি-টোয়েন্টিতে অলরাউন্ডার শিবম দুবের জায়গায় পেসার হর্ষিত রানাকে খেলিয়েছিল ভারত। এতে বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন। নিয়মানুযায়ী কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে তাঁর জায়গায় তাঁর মতোই কাউকে (লাইক টু লাইক) খেলানোর কথা। কিন্তু ভারত অলরাউন্ডারের জায়গায় খেলিয়েছিল বোলারকে।
সেই বিতর্কের জেরেই কিনা, ২০২৫ সালের জুন থেকে টেস্টে এবং জুলাই থেকে সাদা বলের ক্রিকেটেও কনকাশন বদলির নিয়মে পরিবর্তন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। নতুন নিয়মে, ম্যাচ শুরুর আগে বিকল্প হতে পারে এমন ৫ জনের তালিকা ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে, যে তালিকায় একজন করে ব্যাটার, উইকেটরক্ষক, পেসার, স্পিনার ও অলরাউন্ডার—সবাই থাকবে। কনকাশন বদলির প্রয়োজন হলে এই তালিকা থেকেই একজনকে নেওয়া যাবে।
আসছে ১৭ জুন গল টেস্ট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। সেই সিরিজের পর একই প্রতিপক্ষের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে দুই দল। তাই কনকাশন বদলির নতুন নিয়ম লাল বল ও সাদা বলের ক্রিকেটে চালু হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ দিয়েই।
ওয়ানডে ক্রিকেটে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। এত দিন ওয়ানডেতে প্রতিটি ইনিংস হতে দুটি বলে। উইকেটে দুই প্রান্ত থেকে দুটি বলে খেলা হতে ২৫ ওভার করে। নতুন নিয়মে ৩৪ ওভার পর্যন্ত আগের মতোই দুটি বল ব্যবহার করা যাবে। ৩৫তম ওভার থেকে খেলা হবে ৩৪ ওভার পর্যন্ত ব্যবহৃত দুটি বলের একটি দিয়ে। ফিল্ডিং করা দলই বল বাছাই করবে।
তবে বৃষ্টি বা অন্য কোনো কারণে ওভারের সংখ্যা কমে ২৫ কিংবা তার নিচে নেমে এলে পুরো ইনিংসই খেলা হবে একটি বল দিয়ে।
কনকাশন বদলি এবং ওয়ানডে ক্রিকেটে বলের ব্যবহার ছাড়াও বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা এবং ডিআরএস নেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি।
কনকাশন বদলি আইনে পরিবর্তন আনছে আইসিসি। আর এই পরিবর্তন কার্যকর হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার আসন্ন টেস্ট সিরিজ দিয়ে।
ভারত-ইংল্যান্ডের গত টি-টোয়েন্টি সিরিজে কনকাশন বদলি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। চতুর্থ টি-টোয়েন্টিতে অলরাউন্ডার শিবম দুবের জায়গায় পেসার হর্ষিত রানাকে খেলিয়েছিল ভারত। এতে বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন। নিয়মানুযায়ী কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে তাঁর জায়গায় তাঁর মতোই কাউকে (লাইক টু লাইক) খেলানোর কথা। কিন্তু ভারত অলরাউন্ডারের জায়গায় খেলিয়েছিল বোলারকে।
সেই বিতর্কের জেরেই কিনা, ২০২৫ সালের জুন থেকে টেস্টে এবং জুলাই থেকে সাদা বলের ক্রিকেটেও কনকাশন বদলির নিয়মে পরিবর্তন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। নতুন নিয়মে, ম্যাচ শুরুর আগে বিকল্প হতে পারে এমন ৫ জনের তালিকা ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে, যে তালিকায় একজন করে ব্যাটার, উইকেটরক্ষক, পেসার, স্পিনার ও অলরাউন্ডার—সবাই থাকবে। কনকাশন বদলির প্রয়োজন হলে এই তালিকা থেকেই একজনকে নেওয়া যাবে।
আসছে ১৭ জুন গল টেস্ট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। সেই সিরিজের পর একই প্রতিপক্ষের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে দুই দল। তাই কনকাশন বদলির নতুন নিয়ম লাল বল ও সাদা বলের ক্রিকেটে চালু হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ দিয়েই।
ওয়ানডে ক্রিকেটে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। এত দিন ওয়ানডেতে প্রতিটি ইনিংস হতে দুটি বলে। উইকেটে দুই প্রান্ত থেকে দুটি বলে খেলা হতে ২৫ ওভার করে। নতুন নিয়মে ৩৪ ওভার পর্যন্ত আগের মতোই দুটি বল ব্যবহার করা যাবে। ৩৫তম ওভার থেকে খেলা হবে ৩৪ ওভার পর্যন্ত ব্যবহৃত দুটি বলের একটি দিয়ে। ফিল্ডিং করা দলই বল বাছাই করবে।
তবে বৃষ্টি বা অন্য কোনো কারণে ওভারের সংখ্যা কমে ২৫ কিংবা তার নিচে নেমে এলে পুরো ইনিংসই খেলা হবে একটি বল দিয়ে।
কনকাশন বদলি এবং ওয়ানডে ক্রিকেটে বলের ব্যবহার ছাড়াও বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা এবং ডিআরএস নেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি।
র্যাকেটের ওপর এত ক্ষোভ দানিল মেদভেদেভের! ইউএস ওপেনে হারের পর সেটিকে ভেঙেই ফেললেন। বাছাই তারকা হয়েও তিনি প্রথম রাউন্ডে ৩ ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে হেরে গেছেন অবাছাই প্রতিযোগী ফ্রান্সের বেনজামিন বঁজির কাছে। হেরেছেন ৬-৩, ৭-৫, ৬-৭ (৫/৭), ০-৬, ৬-৪ গেমে।
৫ ঘণ্টা আগেরেফারির শেষ বাঁশি বাজার পরও তেমন কোনো উচ্ছ্বাস নেই আনসার ও ভিডিপির মেয়েদের। অবশ্য শিরোপা জেতাটা অভ্যাসে পরিণত হয়েছে তাদের। তাই উদ্যাপনে দেখা গেল সাদামাটা ছাপ। জাতীয় নারী হ্যান্ডবলে ৩৬ বারের মধ্যে ২৪ বারই চ্যাম্পিয়ন হলো তারা।
৫ ঘণ্টা আগেএকপ্রকার ঘুমিয়ে আছে জেলা ফুটবল। নিয়মিত হচ্ছে না লিগ। বাফুফের নতুন কমিটি ১০ মাসেও লিগের জট খুলতে পারেনি। তৃণমূল থেকেও তাই সেভাবে উঠে আসছে না ফুটবলার। ঘুমিয়ে পড়া সেই ফুটবলকে জাগাতে ৩০ আগস্ট থেকে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে যা আয়োজন করবে বাফুফে।
৫ ঘণ্টা আগেএবি ডি ভিলিয়ার্স কি তবে অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছেন? সেটা কি হবে তাঁর দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলির সঙ্গে আইপিএলের মাধ্যমে? আসলে তা নয়। চার বছর আগে যে ডি ভিলিয়ার্স ক্রিকেট ছেড়েছেন, তিনি আর ক্রিকেটে ফিরছেন না।
১০ ঘণ্টা আগে