ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুর আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান শাহিনস। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ তিনটি প্রস্তুতি ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে। যার একটি রয়েছে বাংলাদেশের বিপক্ষেও।
বাংলাদেশের বিপক্ষে পিসিবির ঘোষিত পাকিস্তান শাহিনসের দলে আছেন ১২ ক্রিকেটার। এই দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ হারিস। হারিস খেলেছেন ৬ ওয়ানডে। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে শাহিনসের দলে আছেন বিপিএলের আরেক ক্রিকেটার আমির জামাল। তিনি সদ্য সমাপ্ত বিপিএলে খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে।
বাংলাদেশের বিপক্ষে শাহিনসের দলে থাকা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র খেলেছেন ২০ ওয়ানডে। উসামা মীর খেলেছেন ১২ ওয়ানডে। এই দুই ক্রিকেটার ছাড়া আর কারও বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। জামাল, মুকিম এই সংস্করণে খেলেছেন ৩ ও ১ ম্যাচ। সাহিবজাদা ফারহান, ওমাইর বিন ইউসুফের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখনো পর্যন্ত ওয়ানডে খেলেননি। পাকিস্তানের জার্সিতে ফারহান ও ওমাইর বিন ইউসুফ খেলেন ৯ ও ৬ টি-টোয়েন্টি।
১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান শাহিনস। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। একই দিনে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে শাহিনস। দক্ষিণ আফ্রিকা-শাহিনস ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা দুই দলের বিপক্ষে আলাদা দল নিয়ে খেলবে পাকিস্তান শাহিনস।
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচ ১৪ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান শাহিনস-আফগানিস্তান ম্যাচ দিয়ে। এই ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ১৬ ফেব্রুয়ারি করাচিতে প্রস্তুতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের দল
মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আবদুল সামাদ, আলি রাজা, আজান আওয়াইজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাশির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, উসামা মীর, সাহিবজাদা ফারহান, সুফিয়ান মুকিম
চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুর আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান শাহিনস। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ তিনটি প্রস্তুতি ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে। যার একটি রয়েছে বাংলাদেশের বিপক্ষেও।
বাংলাদেশের বিপক্ষে পিসিবির ঘোষিত পাকিস্তান শাহিনসের দলে আছেন ১২ ক্রিকেটার। এই দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ হারিস। হারিস খেলেছেন ৬ ওয়ানডে। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে শাহিনসের দলে আছেন বিপিএলের আরেক ক্রিকেটার আমির জামাল। তিনি সদ্য সমাপ্ত বিপিএলে খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে।
বাংলাদেশের বিপক্ষে শাহিনসের দলে থাকা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র খেলেছেন ২০ ওয়ানডে। উসামা মীর খেলেছেন ১২ ওয়ানডে। এই দুই ক্রিকেটার ছাড়া আর কারও বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। জামাল, মুকিম এই সংস্করণে খেলেছেন ৩ ও ১ ম্যাচ। সাহিবজাদা ফারহান, ওমাইর বিন ইউসুফের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখনো পর্যন্ত ওয়ানডে খেলেননি। পাকিস্তানের জার্সিতে ফারহান ও ওমাইর বিন ইউসুফ খেলেন ৯ ও ৬ টি-টোয়েন্টি।
১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান শাহিনস। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। একই দিনে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে শাহিনস। দক্ষিণ আফ্রিকা-শাহিনস ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা দুই দলের বিপক্ষে আলাদা দল নিয়ে খেলবে পাকিস্তান শাহিনস।
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচ ১৪ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান শাহিনস-আফগানিস্তান ম্যাচ দিয়ে। এই ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ১৬ ফেব্রুয়ারি করাচিতে প্রস্তুতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের দল
মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আবদুল সামাদ, আলি রাজা, আজান আওয়াইজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাশির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, উসামা মীর, সাহিবজাদা ফারহান, সুফিয়ান মুকিম
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
২৪ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
৩ ঘণ্টা আগে