নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, সেটাও আবার টানা তিন ম্যাচ জিতে। অবিশ্বাস্য এই সিরিজ জয়ের পর পর অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচসেরার পুরস্কার পাওয়া রিয়াদ বিশেষ কৃতিত্ব দিলেন মোস্তাফিজুর রহমানকে।
অস্ট্রেলিয়াকে হারানোর মূল কারিগর ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান। উইকেট না পেলেও তাঁর এই কৃপণ বোলিংই বাংলাদেশের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। বিশেষ করে ১৯তম ওভারে মাত্র এক রান দিয়ে ম্যাচের চিত্র বদলে দিয়েছেন বাঁহাতি পেসার। মাহমুদউল্লাহ জানিয়েছেন, মোস্তাফিজ কোনো উইকেট না পেলেও তাঁর বোলিং স্পেলটা ছিল ৫ উইকেট নেওয়ার মতো। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মোস্তাফিজের যে স্পেল করেছে, সেটা ছিল ৫ উইকেট পাওয়ার মতো। অনেক গুরুত্বপূর্ণ ছিল এটা। বিশেষ করে শেষে ওভারটা (১৯তম) এসে মাত্র একটা রান দেওয়া পাঁচটা ডট বল করা সহজ না। সে চ্যাম্পিয়ন বোলার এবং বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ আরও অনেক বছর সার্ভিস দেবে এবং ম্যাচে জেতাবে।’
গতকাল বাংলাদেশ দলের দেওয়া ১২৮ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ৬ উইকেট হাতে রেখেও জিততে পারেনি। বাংলাদেশ তাদের টি–টোয়েন্টি ইতিহাসে কম লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে। মাহদুউল্লাহ জানিয়েছেন, এই জয়ে দলের সবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ম্যাচের পরিস্থিতি বুঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক সময় পরিকল্পনা থেকে সরে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়। সাকিবকে যখন তার শেষ ওভারে আনা হলো তখন আমাদের উইকেটটা খুব দরকার ছিল। সাকিব সেটা এনে দিয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, সেটাও আবার টানা তিন ম্যাচ জিতে। অবিশ্বাস্য এই সিরিজ জয়ের পর পর অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচসেরার পুরস্কার পাওয়া রিয়াদ বিশেষ কৃতিত্ব দিলেন মোস্তাফিজুর রহমানকে।
অস্ট্রেলিয়াকে হারানোর মূল কারিগর ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান। উইকেট না পেলেও তাঁর এই কৃপণ বোলিংই বাংলাদেশের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। বিশেষ করে ১৯তম ওভারে মাত্র এক রান দিয়ে ম্যাচের চিত্র বদলে দিয়েছেন বাঁহাতি পেসার। মাহমুদউল্লাহ জানিয়েছেন, মোস্তাফিজ কোনো উইকেট না পেলেও তাঁর বোলিং স্পেলটা ছিল ৫ উইকেট নেওয়ার মতো। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মোস্তাফিজের যে স্পেল করেছে, সেটা ছিল ৫ উইকেট পাওয়ার মতো। অনেক গুরুত্বপূর্ণ ছিল এটা। বিশেষ করে শেষে ওভারটা (১৯তম) এসে মাত্র একটা রান দেওয়া পাঁচটা ডট বল করা সহজ না। সে চ্যাম্পিয়ন বোলার এবং বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ আরও অনেক বছর সার্ভিস দেবে এবং ম্যাচে জেতাবে।’
গতকাল বাংলাদেশ দলের দেওয়া ১২৮ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ৬ উইকেট হাতে রেখেও জিততে পারেনি। বাংলাদেশ তাদের টি–টোয়েন্টি ইতিহাসে কম লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে। মাহদুউল্লাহ জানিয়েছেন, এই জয়ে দলের সবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ম্যাচের পরিস্থিতি বুঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক সময় পরিকল্পনা থেকে সরে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়। সাকিবকে যখন তার শেষ ওভারে আনা হলো তখন আমাদের উইকেটটা খুব দরকার ছিল। সাকিব সেটা এনে দিয়েছে।’
রাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১১ মিনিট আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
২ ঘণ্টা আগেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
৩ ঘণ্টা আগে