Ajker Patrika

হাইব্রিড মডেলের বাস্তবতা মেনে নিচ্ছে বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: এএফপি
ছবি: এএফপি

অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচিতে তেমন কোনো চমক নেই। গত দুই মাসে নানা মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফির সূচি সামনে চলে এসেছে। হাইব্রিড মডেলে হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের সূচিও অনেকটা জানা। ‘এ’ গ্রুপে ভারত থাকায় বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান ও আরব আমিরাতে। হাইব্রিড মডেলে ভ্রমণঝক্কি এবং অন্যান্য চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশ এ বাস্তবতা মেনেই নিচ্ছে।

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতায় দুই দল একে অন্যের দেশে খেলতে যাওয়া এখন বিরল দৃশ্য হয়ে যাচ্ছে। দুই দেশের প্রবল আপত্তি থাকায় বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির গলদঘর্ম অবস্থা। সমাধানে গত দুই মাসে কত ‘দড়ি টানাটানি’ই না হলো! শুধু আইসিসি কেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) একই দশা! কিন্তু আর্থিক লাভের চিন্তায় টুর্নামেন্ট বাতিল তো করা যাবেই না, বরং সময়মতো মাঠে গড়ানো চাই।

২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তানে ভারত খেলতে না যাওয়ায় হাইব্রিড মডেলে শ্রীলঙ্কাকে সহ-আয়োজক বানিয়ে সমস্যার সমাধান করা হয়েছিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিরও আয়োজক পাকিস্তান। এবারও একই জটিলতা। পাকিস্তানে খেলতে ভারতের যাওয়ার বিষয়ে আপত্তি থাকায় আইসিসি সমাধান হিসেবে হাইব্রিড মডেলকেই সামনে এনেছে। তবে এবার সমাধানটা হয়েছে দীর্ঘ মেয়াদে। আইসিসির সামনে যে টুর্নামেন্ট ভারত কিংবা পাকিস্তান আয়োজন করছে, প্রতিটি হবে হাইব্রিড মডেলে।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে। ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে দুটিই হবে দুবাইয়ে। ভারত না উঠতে পারলে একটি সেমিফাইনাল দুবাইয়ে, অন্যটি লাহোরে। বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। দুবাই থেকে বাংলাদেশ যাবে পাকিস্তানে। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর ২৭ ফেব্রুয়ারি একই মাঠে শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ রওনা দেবে ১২ কিংবা ১৩ ফেব্রুয়ারি।

কিন্তু শুরুতে কোথায়—পাকিস্তান নাকি আরব আমিরাতে, সেটি কাল নিশ্চিত হওয়া যায়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানালেন, প্রস্তুতি ম্যাচের সূচি তাঁদের এখনো জানায়নি আইসিসি। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে একটা প্রস্তুতিমূলক ক্যাম্প করবে বাংলাদেশ। ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের শেষ দিকে প্রধান কোচ ফিল সিমন্স চলে আসবেন ঢাকায়। তাঁর অধীনে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।

হাইব্রিড মডেলে ভ্রমণঝক্কি থাকলেও বিসিবি এটা নিয়ে ভাবছে না। তারা বরং হাইব্রিড মডেলের ভ্রমণঝক্কিকে বর্তমান বাস্তবতা হিসেবেই দেখছে। একাধিক দেশের আয়োজিত আইসিসির টুর্নামেন্টের মতো দেখছে হাইব্রিড মডেলকে। আর এই মডেলে যেহেতু এখন নিয়মিত খেলতে হচ্ছে, এ ধরনের টুর্নামেন্টকে ‘মাল্টি হোস্ট’ টুর্নামেন্ট হিসেবেই দেখছে বিসিবি। নির্বাচক প্যানেলের এক সদস্য কাল বলছিলেন, ‘মাত্রই সূচি দিল, এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। ভ্রমণে বাকিদের যেমন সমস্যা হবে, আমাদেরও তা-ই। এটা মেনে নেওয়া ছাড়া কিছু নেই।’

নতুন কোনো নাটকীয় ঘটনা না ঘটলে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। সাকিব আল হাসান আর তামিম ইকবালের চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি বিসিবি। কদিন আগে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ দুজনকে নিয়ে দিয়েছিলেন কূটনৈতিক উত্তর, ‘যদি কোনো খেলোয়াড় অবসর না নেয়, তবে অবশ্যই তাকে নির্বাচনের জন্য উপযুক্ত ভাবা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত