Ajker Patrika

এক দিনের ব্যবধানে অস্ট্রেলিয়ার সিংহাসন কেড়ে নিল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    
পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ১০৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো
পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ১০৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো

সম্ভাবনা থাকলেও পোর্ট এলিজাবেথে আজ জিততে পারেনি শ্রীলঙ্কা। উল্টো দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৯ রানে হেরেছে লঙ্কানরা। তাতে উপকার হয়েছে প্রোটিয়াদের। এক দিনের ব্যবধানে অস্ট্রেলিয়াকে সিংহাসনচ্যুত করল টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা।

২ ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে এক ধাপ এগিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার সাফল্যের হার ৬৩.৩৩ শতাংশ। এবারের চক্রে ১০ টেস্ট খেলে তারা জিতেছে ৬ ম্যাচ। তিন টেস্ট হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। অস্ট্রেলিয়া এখন দুইয়ে নেমে গেছে। দলটির সাফল্যের হার ৬০.৭১ শতাংশ। তারা অবশ্য এক দিনের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার ওপরে উঠেছিল। অ্যাডিলেডে গতকাল তিন দিনে শেষ হওয়া টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল অজিরা।

৫৭.২৯ শতাংশ সাফল্যের হার নিয়ে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে ভারত। এশিয়ার দলটির কাছে আগামী চক্রের ফাইনাল খেলাটাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। কারণ, টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ভারতের বাকি তিন ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট তিনটি জিতলে ৬৪.০৪ শতাংশ সাফল্যের হার হবে ভারতের। এমনটা হলে অজিদের ক্ষেত্রে তখন সেটা হবে ৫০ শতাংশ। তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আরও দুটি ম্যাচ এরপর বাকি থাকবে। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে অজিরা। টেস্ট দুটি হবে গল স্টেডিয়ামে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই। ৩১.২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে তারা পয়েন্ট তালিকার আট নম্বরে অবস্থান করছে। তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২৪.২৪ শতাংশ। উইন্ডিজের এই চক্রে বাকি রয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট।

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শেষের পর ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা। ছবি: ক্রিকইনফো
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শেষের পর ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা। ছবি: ক্রিকইনফো

৪৪.২৩ শতাংশ সাফল্যের হার নিয়ে ব্ল্যাকক্যাপসরা এখন পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজজয়ী ইংলিশরা আছে পাঁচে। তাদের সাফল্যের হার ৪৫.২৪ শতাংশ। ১৪ ডিসেম্বর হ্যামিলটনে শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তৃতীয় টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত