Ajker Patrika

বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী দল

বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী দল

পাকিস্তানের মেয়েদের ২০২ রানের জবাবে ১৬০ রানেই নেই বাংলাদেশের সাত উইকেট। এখান থেকে ম্যাচটা জেতা কঠিনই ছিল বাংলাদেশের জন্য। সেই কঠিন কাজটাই কী দারুণভাবেই না করলেন রোমানা আহমেদ আর সালমা খাতুন। দুজনের অমীমাংসিত ৪২ রানের জুটিতে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাকিস্তান নারী দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 

পাকিস্তানের ২০২ রানের জবাব দিতে নেমে ১০ রানেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। ৯ রান আসে মুর্শিদার ব্যাট থেকে। দ্রুত উইকেট হারানোত পর বাংলাদেশকে স্বপ্ন দেখান শারমিন আকতার ও ফারজানা আকতার। তবে উইকেট ধরে রাখলেও রানের চাকা সচল রাখতে পারেননি তাঁরা। ৮০ রানে শারমিনের বিদায়ে ভাঙে এই জুটি। ৩১ রান করে আউট হন তিনি। দ্রুত ফিরে যান নিগার ও ফারজানা। ফেরার আগে ফারজানা করেন ৪৫ রান। নিগার আউট হন ৪ রান করে। 

তবে সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের আশা হয়ে ছিলেন রুমানা আর সালমা। ম্যাচজয়ী ইনিংসে রুমানা ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ১১৩.৬৩ স্ট্রাইক রেটে তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চারে। রুমানার সঙ্গী সালমা অপরাজিত থাকেন ১৩ বলে ১৮ রান করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল দুই চারে। 

এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার। দলীয় ১৪ রানেই প্রথম ধাক্কা খায় পাকিস্তান। ৬ রান করা আয়েশা জাফরকে রানআউটের ফাঁদে পেলেন ফাহিমা খাতুন। তবে পাকিস্তানের ইনিংসে বাংলাদেশের বোলাররা বড় ধস নামান ৪২-৪৯ রানের মধ্যে। পাকিস্তানকে ৪২ রানে রেখে তিন ব্যাটারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। ২২ রান করা মুনিবা আলী ও কোনো রান না করা ওমামিয়া সোহাইলকে ফেরান রিতু মনি। আর ১২ রান করা অধিনায়ক জাভেরিয়া খানকে জাহানারার হাতে ক্যাচে পরিণত করেন নাহিদা আকতার। দলীয় ৪৯ রানে ফিরেন ইরাম জাভেদ। তাঁর ব্যাট থেকে আসে ৩ রান। ৪৯ রান ৫ উইকেট হারিয়ে পাকিস্তান তখন কাঁপছে। 
 
এই বিপর্যয়ে পাকিস্তানের হাল ধরেন নিদা দার ও আলিয়া রিয়াজ। বাংলাদেশের বোলারদের সামলে দলকে ১৮৬ রানে নিয়ে যান তাঁরা। সালমার বলে ৮৭ রান করা নিদার বিদায়ে ভাঙে এ জুটি। ১১১ বলে ৮ চার ও ২ ছক্কায় এ রান করেন তিনি। ফাতিমা সানাকে দ্রুত ফিরিয়ে দেন রুমানা আহম্মেদ। ৬১ রানে অপরাজিত থাকেন আলিয়া। পাকিস্তান থামে ২০১ রানে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

‘ঝামেলার’ আশঙ্কায় হল ছেড়েছেন অনেকে, মেয়েদের চার হলে ভোট শান্তিপূর্ণ

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত