Ajker Patrika

সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    
পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন রোনালদো। ফাইল ছবি
পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন রোনালদো। ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি দিয়েছে পর্তুগিজ লিগ। বুধবার পোর্তোতে অনুষ্ঠিত লিগা পর্তুগাল গালায় সিআরসেভেনকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ফুটবলে দারুণ সব অর্জনের কারণে তাঁকে এই পুরস্কার দিয়েছে পর্তুগিজ লিগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর একটি ভিডিও পোস্ট করেছে পর্তুগিজ লিগ। ভিডিওতে পুরস্কার হাতে নিয়ে তারকা ফরোয়ার্ড বলেন, ‘এই পুরস্কার দেওয়ার জন্য লিগা পর্তুগালকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়েছে। আপনারা কল্পনা করতে পারেন, আমার দেশের জন্য কিছু জেতা সম্মানের।’

রোনালদো আরও বলেন, ‘প্রথমত আমি আমার সমস্ত সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমার ক্যারিয়ার জুড়ে এই দুর্দান্ত পুরস্কার জিততে আমাকে সাহায্য করেছেন। একই সাথে সেসব কোচ এবং যাঁরা সর্বদা উন্নতির এই যাত্রায় আমাকে সমর্থন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।’

২০ বছরের বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন রোনালদো। লম্বা ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস শেষে বর্তমানে আল হিলালের হয়ে খেলছেন তিনি। সবগুলো ক্লাবের হয়ে আলাদাভাবে গোলের সেঞ্চুরি করেছেন রোনালদো। ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন ইতিহাসেরই অন্যতম সেরা এই ফুটবলার।

গত ফেব্রুয়ারিতে ৪০ এ পা দিলেও মাঠের খেলায় সেটার কোনো প্রভাব পড়তে দেননি রোনালদো। মাঠে এখনো চিরতরুণ তিনি। দুর্দান্ত সব রেকর্ড নিজের করে নেওয়ার পর এখন ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজারতম গোলের পেছনে ছুটছেন রোনালদো। এই মাইলফলক থেকে ৫৭ গোল দূরে আছেন। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ খেলতে বদ্ধপরিকর তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত