Ajker Patrika

হেনরির রেকর্ড গড়া বোলিংয়ে লন্ডভন্ড জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০০: ২৪
প্রথম ইনিংসে এই বলেই ৬ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
প্রথম ইনিংসে এই বলেই ৬ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখেই টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়ে গেছে তারা।

আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া জিম্বাবুয়ে প্রথম ইনিংসে খেলতে পারে ৬০.৩ ওভার। ইনিংসের শুরু থেকে কিউই পেসার ম্যাট হেনরির বোলিং তোপের মুখে পড়ে তারা। জিম্বাবুয়ের ফিফটিশূন্য ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক ক্রেগ আরভিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে তাফাজওয়া টিসিগার ব্যাটে।

হেনরির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের কোনো ব্যাটার। দলীয় ২৪ রানে ফিরিয়ে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট (৬) ও বেন কারানকে (১৩)। তারপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তারা। ষষ্ঠ উইকেটে আরভিন ও টিসিগা ১৪০ বল খেলে ৫৪ রানের জুটি গড়েন; যা জিম্বাবুয়ে ইনিংসের একমাত্র ফিফটি জুটি। আরভিনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাথান স্মিথ। তিনি ও হেনরিই নিয়েছেন জিম্বাবুয়ের সব উইকেট। ২০ রান দিয়ে ৩ উইকেট নেন স্মিথ। ২৯ রানে ৬ উইকেট নিয়েছেন হেনরি।

পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন হেনরি, যা তাঁর তৃতীয় ক্যারিয়ারসেরা বোলিং। টেস্টে হেনরির সেরা বোলিং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে; ৭/২৩। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় সেরা বোলিংও এটি। সবচেয়ে সেরা বোলিং ফিগার সাবেক পেসার ক্রিস মার্টিনের। ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত