Ajker Patrika

বেয়ারস্টোকে চুপ থেকে ব্যাটিং করতে বললেন কোহলি

বেয়ারস্টোকে চুপ থেকে ব্যাটিং করতে বললেন কোহলি

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন বিরাট কোহলি ও জনি বেয়ারস্টো ড্রেসিংরুমে ফিরেছিলেন বেশ ভাব জমিয়ে। সেদিন কোহলি বেয়ারস্টোর ঘাড়ে হাত রেখে কথাও বলেছিলেন। সেটি দিনের সেরা মুহূর্ত হিসেবে ধরা পড়েছিল ক্যামেরাতে। তাদের এমন আনন্দময় মুহূর্তটা খুব বেশি স্থায়ী হলো না। এ দুজন তৃতীয় দিনের খেলা শুরু করেছেন নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

খেলা শুরুর কয়েক মিনিট পরেই কোহলি-বেয়ারস্টো কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন মাঠে। সে সময় দুজন দুজনের ওপর চড়াও হয়ে কথা বলতে থাকেন। ইংল্যান্ডের ইনিংসের ৩৩ তম ওভারে ঘটনাটি ঘটে। ভারতের সাবেক অধিনায়ক কোহলি ইংলিশ ব্যাটারকে বলেছেন, ‘চুপ থাক। আর ব্যাটিং কর।’

কোহলি-বেয়ারস্টোর বাদানুবাদ থামাতে এগিয়ে আসেন মাঠের আম্পায়াররা। কোহলি রাগান্বিত অবস্থায় স্লিপে যাওয়ার সময়ও কিছু বলছিলেন বেয়ারস্টোকে। এ সময় ভারতীয় ব্যাটার ঠোঁটে আঙুল দিয়ে ইংলিশ ব্যাটারকে চুপ থাকতে ও পথ দেখিয়ে দিচ্ছিলেন।

ম্যাচে কোহলির স্লেজিংও রুখতে পারেনি বেয়ারস্টোর দুরন্ত ছন্দকে। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার। ইংলিশ ব্যাটার ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন এজবাস্টন টেস্টে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত