Ajker Patrika

হাইভোল্টেজ ম্যাচের চাপ সামলে জয়ের নায়ক কোহলি

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ২০: ০৩
হাইভোল্টেজ ম্যাচের চাপ সামলে জয়ের নায়ক কোহলি

চাপের মুখে ম্যাচ জেতানো বিরাট কোহলির কাছে নতুন কিছু নয়। তবে এবারের জয়ের মাত্রা যেন ছাড়িয়ে গেছে আগের সবকিছুকে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ বলে নিষ্পত্তি হওয়া আজ সুপার টুয়েলভের ভারত-পাকিস্তান ম্যাচে করেছেন দুর্দান্ত এক ফিফটি। আর এই হাইভোল্টেজ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন কোহলি। 

অবশ্য কোহলির এই ইনিংসের শুরুটা অত মসৃণ ছিল না। প্রথম ২৩ বলে কোহলি করেছিলেন ১৫ রান। সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়েছেন কোহলি। ১২তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ  নওয়াজকে ছক্কা মেরে শুরু। এরপর ১৩ থেকে ১৫-এই তিন ওভারেই একটি করে চার মারেন কোহলি। মাঝে দু্‌ই ওভার কোহলি কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি ঠিকই। তবে তা পুষিয়ে দিয়েছেন ১৮তম ওভারে। শাহিন শাহ আফ্রিদির এই ওভার থেকে তিনটা চার মারেন। আর শেষ ৮ বলে যখন ২৮ রান দরকার, তখন হারিস রউফকে টানা ছক্কা মেরে ম্যাচের পাল্লা ভারতের দিকে নিয়ে আসেন কোহলি। ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সাবেক ভারতীয় অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে কোহলি করেছেন ৩০৮ রান। করেছেন চারটি ফিফটি। স্ট্রাইক রেট ১৩২.৭৫। আর গড়টাও চোখ কপালে ওঠার মতো, ৩০৮। কেননা ৫ ম্যাচের ৪ ম্যাচেই অপরাজিত ছিলেন ভারতের এই টপ অর্ডার ব্যাটার।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত