Ajker Patrika

পাকিস্তান লিগে সেঞ্চুরি করে কোহলি-গিলদের টপকে গেলেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৩: ০৮
স্বীকৃত টি-টোয়েন্টিতে এ বছর চার সেঞ্চুরি করেছেন সাহিবজাদা ফারহান। ছবি: ক্রিকইনফো
স্বীকৃত টি-টোয়েন্টিতে এ বছর চার সেঞ্চুরি করেছেন সাহিবজাদা ফারহান। ছবি: ক্রিকইনফো

সেঞ্চুরি করা এখন সাহিবজাদা ফারহানের কাছে ডালভাত। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত রাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ফারহান। তিন অঙ্ক ছুঁয়ে ক্রিস গেইল-বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের পেছনে ফেললেন ফারহান।

পিএসএলের আগে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফারহান করেছেন ৩ সেঞ্চুরি। ফর্মের তুঙ্গে থাকা এই ক্রিকেটার ইসলামাবাদ ইউনাইটেডের জার্সিতে গত রাতে রাওয়ালপিন্ডিতে করেছেন ৫২ বলে ১০৬ রান। তাতে ২০২৫ সালে স্বীকৃত টি-টোয়েন্টিতে পাকিস্তানি ক্রিকেটার সেঞ্চুরির সংখ্যা নিয়ে গেলেন চারে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ চার সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন ফারহান। পাকিস্তানি ক্রিকেটারের আগে টি-টোয়েন্টিতে বছরে চার সেঞ্চুরির কীর্তি গড়েন কোহলি, গেইল, শুবমান গিল ও জস বাটলার। তবে ৯ ইনিংসে ৪ সেঞ্চুরি করেই ফারহান ছাড়িয়ে গেলেন সবাইকে। কোহলি ২০১৬ সালে চার সেঞ্চুরি করলেও সে বছর খেলেছেন ২৯ ইনিংস। আর ২০১১ সালে গেইল স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৯ ইনিংস খেলেন।

বছরে চার সেঞ্চুরির কীর্তি গিল করেছেন ২০২৩ সালে। সেবার তিনি খেলেছেন ৩০ ইনিংস। চার সেঞ্চুরির তিনটিই করেন আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে। আরেক সেঞ্চুরি এসেছে ভারতের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে বাটলার ২০২২ সালে চার সেঞ্চুরি করা বাটলার খেলেন ৩৮ ইনিংস। পরিসংখ্যানই বলে দিচ্ছে, কোহলি-গিলদের তুলনায় কী বিধ্বংসী ফর্মে ফারহান আছেন। এবারের পিএসএলেই এক বছরে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরি করে রেকর্ডটা পুরোপুরি ফারহান নিজের করে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

ফারহানের রেকর্ড সেঞ্চুরির রাতে ইসলামাবাদ ইউনাইটেড পেয়েছে ১০২ রানের জয়। ইসলামাবাদ টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে করেছে ৫ উইকেটে ২৪৩ রান। রানের পাহাড় তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১৪১ রানেই অলআউট পেশোয়ার জালমি। ম্যাচসেরা ফারহান ৫২ বলে ১৩ চার ও ৫ ছক্কায় খেলেছেন ১০৬ রানের ইনিংস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলাম। ফখর জামানকে কৃতিত্ব দিতে চাই। সব সময় তিনি আমাকে সমর্থন দিয়ে গেছেন। ইসলামাবাদের ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিতে হবে। তাঁরা আমার ওপর ভরসা রেখেছেন। নির্দিষ্ট দিনে আমার প্রতিভা কাজে লাগাতে বলেছেন। আমার কাছে এই পুরস্কার অনেক কিছু। পিএসএলে প্রথমবার ম্যাচসেরার পুরস্কার পেয়েছি।’

আন্তর্জাতিক ক্রিকেটেও ফারহানের খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৯ টি-টোয়েন্টি। ৯৫.৯৯ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৮৬ রান। ছন্দটা যদি ধরে রাখতে পারেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটেও হয়তো এরপর নিয়মিত হয়ে যাবেন ফারহান।

টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরি

সেঞ্চুরি ইনিংস সাল

সাহিবজাদা ফারহান ৪ ৯ ২০২৫*

বিরাট কোহলি ৪ ২৯ ২০১৬

ক্রিস গেইল ৪ ৩১ ২০১১

জস বাটলার ৪ ৩৮ ২০২২

শুবমান গিল ৪ ৩০ ২০২৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত