Ajker Patrika

লিটনকে সফল হওয়ার টোটকা দিলেন বাবর-রিজওয়ান

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৮: ০৯
লিটনকে সফল হওয়ার টোটকা দিলেন বাবর-রিজওয়ান

পাকিস্তান, নিউজিল্যান্ড দল দুটি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল আগেই। তাই ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল নিয়মরক্ষার। এই ম্যাচে লিটন দাস, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান-তিন ব্যাটারই ফিফটি পেয়েছেন। ম্যাচ শেষে লিটনকে সফল হওয়ার পরামর্শ দিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার।

ক্রাইস্টচার্চে টস জিতে আজ আগে ব্যাটিং করে বাংলাদেশ। নিজের ২৭ তম জন্মদিনের দিন ৪২ বলে ৬৯ করেন লিটন। ৬টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। বাবর পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৯ তম ফিফটি। আর ৫৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রিজওয়ান। ম্যাচ শেষে রিজওয়ান-বাবরদের কাছে পরামর্শ নিতে গিয়েছেন লিটন। বাবরের মতে, সমালোচনাকে যত কম গুরুত্ব দেওয়া যায় ততই ভালো। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘সমালোচনাকে যত কম পাত্তা দেবে, ততই তোমার আত্মবিশ্বাস বাড়বে। তোমাকে নিয়ে যারা সমালোচনা করবে, সেগুলোকে গুরুত্ব দিলে তুমি লক্ষ্যচ্যুত হবে।’ বাবরের পর লিটনকে পরামর্শ দিয়েছেন রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘কঠোর পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব নয়। ভিন্ন কিছু করতে গেলে ভিন্নভাবে ভাবতে হবে। এভাবেই তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।’

বছর কয়েক আগেও পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে রিজওয়ানকে বিবেচনা করা হতো না। সময়ের বিবর্তনে রিজওয়ান এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭২ ম্যাচ খেলে রিজওয়ান করেছেন ২৪২৬ রান। সেঞ্চুরি করেছেন ১টি ফিফটি এবং ফিফটি করেছেন ২২ টি।। গড় এবং স্ট্রাইক রেট ৫২.৭৩ এবং ১২৮.২২। আর চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের সঙ্গে পাল্লা দিচ্ছেন লিটন। তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচে ৩৬ ইনিংসে ৬০.৫০ গড়ে ১৯৩৬ রান করে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। ৬টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৩টি ফিফটি। বাবরের পর দ্বিতীয় স্থানে আছেন লিটন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩২ ম্যাচে ৩৮ ইনিংসে ৪৩.৭৭ গড়ে করেছেন ১৫৭৬ রান। ৩টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ১১টি ফিফটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত