ক্রীড়া ডেস্ক
এ বছরের জানুয়ারি থেকে খেলার বাইরে থাকা জসপ্রীত বুমরার অপেক্ষার অবসান হচ্ছে। পুরোপুরি ফিট হয়ে এই পেসার আজ ফিরছেন আইপিএলে । মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে নিশ্চিত করেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেই নামতে যাচ্ছেন বুমরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঠে নামার আগে দলকে সুখবর দিলেন জয়াবর্ধনে । সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কান কিংবদন্তি বলেন, ‘সে ( বুমরা) অ্যাভেইলেবল। আজ ( গতকাল ) সে অনুশীলন করেছে, কাজেই আগামীকাল (আজ) তার খেলার সম্ভাবনা আছে । সে গত রাতে দলে যোগ দিয়েছে। আমার বিশ্বাস, এনসিএ ( ন্যাশনাল ক্রিকেট একাডেমি) থেকে চূড়ান্ত ছাড়পত্র পেয়েই এসেছে । তাকে আমাদের ফিজিওরা দেখছেন। আজ (গতকাল) তার বোলিং করার কথা। সবকিছু ঠিক থাকলে কাল (আজ) সে খেলবে।’
Goodnight Paltan! 😊#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/UYghtBvYMN
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বুমরার আগমন নিয়ে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বানিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের জার্সিতে বোলিং অনুশীলন করছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘ফিরে এসেছে সিংহ। এই জঙ্গলের রাজা হতে সে তৈরি। গর্জন করতে সে প্রস্তুত।’ এবারের আইপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট মুম্বাইয়ের। নেট রানরেট +০.১০৮। দলটি এখন পয়েন্ট তালিকার ৮ নম্বরে অবস্থান করছে।
৪ জানুয়ারি সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়েছিলেন বুমরা। কোমরের নিচের অংশের চোটে বিশ্বের ১ নম্বর পেস বোলার চ্যাম্পিয়নস ট্রফিও খেলতে পারেননি।
এ বছরের জানুয়ারি থেকে খেলার বাইরে থাকা জসপ্রীত বুমরার অপেক্ষার অবসান হচ্ছে। পুরোপুরি ফিট হয়ে এই পেসার আজ ফিরছেন আইপিএলে । মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে নিশ্চিত করেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেই নামতে যাচ্ছেন বুমরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঠে নামার আগে দলকে সুখবর দিলেন জয়াবর্ধনে । সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কান কিংবদন্তি বলেন, ‘সে ( বুমরা) অ্যাভেইলেবল। আজ ( গতকাল ) সে অনুশীলন করেছে, কাজেই আগামীকাল (আজ) তার খেলার সম্ভাবনা আছে । সে গত রাতে দলে যোগ দিয়েছে। আমার বিশ্বাস, এনসিএ ( ন্যাশনাল ক্রিকেট একাডেমি) থেকে চূড়ান্ত ছাড়পত্র পেয়েই এসেছে । তাকে আমাদের ফিজিওরা দেখছেন। আজ (গতকাল) তার বোলিং করার কথা। সবকিছু ঠিক থাকলে কাল (আজ) সে খেলবে।’
Goodnight Paltan! 😊#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/UYghtBvYMN
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বুমরার আগমন নিয়ে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বানিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের জার্সিতে বোলিং অনুশীলন করছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘ফিরে এসেছে সিংহ। এই জঙ্গলের রাজা হতে সে তৈরি। গর্জন করতে সে প্রস্তুত।’ এবারের আইপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট মুম্বাইয়ের। নেট রানরেট +০.১০৮। দলটি এখন পয়েন্ট তালিকার ৮ নম্বরে অবস্থান করছে।
৪ জানুয়ারি সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়েছিলেন বুমরা। কোমরের নিচের অংশের চোটে বিশ্বের ১ নম্বর পেস বোলার চ্যাম্পিয়নস ট্রফিও খেলতে পারেননি।
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে