Ajker Patrika

‘আমরা সাকিবকে নিজেদের মানুষ বলে মনে করি’

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ২০: ৩২
‘আমরা সাকিবকে নিজেদের মানুষ বলে মনে করি’

অবশেষে অবসান হলো সব জল্পনা-কল্পনার। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। টেস্টের পর এবার টি-টোয়েন্টি সংস্করণেরও নেতৃত্বে ফিরলেন এই অলরাউন্ডার। 

আজ বিকেলে গুলশানে নিজ বাসভবনে সাকিবের সঙ্গে আলোচনায় বসেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। উপস্থিত ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিসিবির দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুর বাশার সুমন। দুই ঘণ্টার বৈঠক শেষে সাকিবকেই টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে চূড়ান্ত করে বিসিবি। 

আগেই গুঞ্জন ছিল, আবারও টি-টোয়েন্টির নেতৃত্ব পাচ্ছেন সাকিব। তবে সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করায় শুরু হয় ধোঁয়াশা। যদিও অনেক জলঘোলার পর বৃহস্পতিবার সেই চুক্তি বাতিল করেন সাকিব। সেই ঘটনার রেশ তরতাজা থাককেই তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টির নেতৃত্বে ফিরলেন তিনি। 

এত কিছুর পরও সাকিবকে নেতৃত্বে ফেরানোর প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। তার আসলে এটার সঙ্গে যুক্ত হওয়া ঠিক হয়নি। নিশ্চিতভাবে সাকিব আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। বোর্ডের আগের মিটিংয়ে সাকিবকে অধিনায়ক করার চিন্তা ভাবনা ছিল। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেই পরিকল্পনায় স্থির থাকব।’ 

 সাকিব ‘মিস গাইডেড’ হয়েছেন মনে করেন জালাল ইউনুস। পুনরায় যাতে এই ভুল না হয় তার জন্য তাঁকে সতর্কবার্তাও দিয়েছে বিসিবি। এই ব্যাপারে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আরও বলেন, ‘সাকিব এখনো আমাদের সেরা খেলোয়াড়। আমরা তাকে ওউন (নিজেদের মনে করা) করি। সে আমাদের বোর্ডের বা দেশের বাইরের কেউ না। সে যখন বলেছে, সে ভুল করেছে… তাকে বলা হয়েছে এই রকম ভুল যেন সে আর পুনরায় না করে। এবং সেও আবার বলেছে, হ্যাঁ ঠিক আছে। সেখানে আমরা বিষয়টি শেষ করে দিয়েছি।’ 

শৃঙ্খলা ভঙ্গের পরও দলের স্বার্থে সাকিবের নেতৃত্বে ফেরানো হয়েছে জানান জালাল ইউনুস, ‘সেরা খেলোয়াড় হলেই, শৃঙ্খলা বা কোড অব কনডাক্ট ভাঙলে কম্প্রোমাইজ করা ঠিক না। হয়তো এটা কম্প্রোমাইজ করা উচিত না। দলের স্বার্থে… যেহেতু সে বলেছে সামনে এ রকম কোনো সমস্যা হবে না, আমরা আশা করি সামনে এটা আর সে পুনরাবৃত্তি করবে না। এই চিন্তা মাথায় রেখে আমাদের এই সিদ্ধান্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত