ক্রীড়া ডেস্ক
কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে যে দলটা খেলেছে, লিটনের নেতৃত্বে সেই দলটাই খেলবে পাকিস্তান সিরিজে। অধিনায়ক লিটনসহ টপ অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। জাকের আলী অনিক উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকলেও লিটনের হাতে গ্লাভস থাকার সম্ভাবনা বেশি।
১৫ সদস্যের দলে আছেন চার স্পিনার ও পাঁচ পেসার। তিন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত শামীম গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে। পেস বোলিং লাইনআপে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিব ও সাইফউদ্দিনের শেষের দিকে ব্যাটিংটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
২০, ২২, ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। মিরপুরেই হবে পুরো সিরিজ। তিনটা ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন
কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে যে দলটা খেলেছে, লিটনের নেতৃত্বে সেই দলটাই খেলবে পাকিস্তান সিরিজে। অধিনায়ক লিটনসহ টপ অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। জাকের আলী অনিক উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকলেও লিটনের হাতে গ্লাভস থাকার সম্ভাবনা বেশি।
১৫ সদস্যের দলে আছেন চার স্পিনার ও পাঁচ পেসার। তিন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত শামীম গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে। পেস বোলিং লাইনআপে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিব ও সাইফউদ্দিনের শেষের দিকে ব্যাটিংটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
২০, ২২, ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। মিরপুরেই হবে পুরো সিরিজ। তিনটা ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৭ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৯ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৯ ঘণ্টা আগে