Ajker Patrika

চলে গেলেন পিসিবির সাবেক চেয়ারম্যান

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২০: ৫৯
চলে গেলেন পিসিবির সাবেক চেয়ারম্যান

চলে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ইজাজ বাট। ৮৫ বছর বয়সে আজ লাহোরে মারা গেছেন ইজাজ বাট। 

বাটের জামাতা আরিফ সাঈদ জানিয়েছেন, অসুস্থতার সঙ্গে তিনি (বাট) দীর্ঘদিন লড়াই করছিলেন। বাটের মৃত্যুতে সমবেদনা জানিয়ে পিসিবির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘সাবেক টেস্ট ক্রিকেটার ও পিসিবির সাবেক চেয়ারম্যান ইজাজ বাটের মৃত্যুতে পিসিবি শোকাহত। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সান্ত্বনা জানাচ্ছি।’ পিসিবি ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে চেয়ারপারসন জাকা আশরাফ বলেন, ‘মিস্টার ইজাজ বাটের মৃত্যুতে পিসিবির পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। তাকে ব্যক্তিগতভাবে চেনার সুযোগ হয়েছিল। মিস্টার বাটের প্রতি সম্মান জানানো ছাড়া আর কিছু করার নেই। ইজাজ বাটের পরিবার ও বন্ধুদের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে সান্ত্বনা দিচ্ছি এবং নিশ্চয়তা দিচ্ছি যে পাকিস্তান ক্রিকেটের জন্য তাঁর অবদান সবসময় স্মরণ করা হবে।’

২০০৮ এর অক্টোবরে পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন বাট। তখন পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন আসিফ আলি জারদারি। বাট নিয়োগ পাওয়ার পরই পাকিস্তানের ক্রিকেটে ঘটেছে বেশ কিছু আলোচিত ঘটনা। ২০০৯ এর মার্চে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই ঘটনায় আট জন মারা গেছেন বলে দাবি করা হয়েছিল। এরপর দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। সন্ত্রাসী হামলার ঘটনায় তখন নিরাপত্তা কম দেওয়া হয়েছিল বলে পিসিবির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। পরে ব্রডের সেই দাবিকে মিথ্যা দাবি করেছিলেন বাট। এরপর ২০১০ সালে লর্ডসে স্পটফিক্সিং কেলেঙ্কারিতে সালমান বাট, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ-এই তিন পাকিস্তানি ক্রিকেটার জড়িয়ে পড়েন। বাটের প্রায় তিন বছরের দায়িত্ব শেষে ২০১১ এর অক্টোবরে পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন আশরাফ।

১৯৫৯ থেকে ১৯৬২-আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছরের ক্যারিয়ারে ৮ টেস্ট খেলেন বাট। ১৯.৯২ গড়ে করেন ২৭৯ রান। একটা ফিফটিও করেন পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত