Ajker Patrika

ঘাবড়ে যাইনি আমরা, বলছেন সাকিব

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৯: ৪১
ঘাবড়ে যাইনি আমরা, বলছেন সাকিব

তাসকিন আহমেদের দুই চারে জয় নিশ্চিত হওয়ার নাজমুল হাসান শান্তর সঙ্গে তাঁর উদ্‌যাপনটা ছিল দেখার মতো। বাঘের মতো হুংকার ছুড়ে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর আনন্দ উদ্‌যাপন করলেন তাঁরা। 

শেষ দিকে দ্রুত ৩ উইকেট হারিয়ে যখন হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ ঠিক তখনই দলকে জয় এনে দেন তাসকিন-শান্ত জুটি। অতীতের মতো এবার তীরে এসে তরি ডুবেনি বাংলাদেশের। শেষ পর্যন্ত বাংলাদেশের খেলোয়াড়রা নাভিশ্বাস ধরে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

ম্যাচ শেষে ঘাবড়ে না যাওয়ার বিষয়টিই বলেছেন সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘স্নায়ুচাপকে আমরা ধরে রেখেছিলাম। মনে করি, শুরুতে ভালো বোলিং করেছি। ইংল্যান্ডরা ভালো শুরু করলেও আমরা নিজেদের কাজটা ভালোই করছিলাম। আমরা স্পিনে আটকে দিয়ে ম্যাচে ভালো করছিলাম।’ 

ম্যাচটি জটিল ছিল জানিয়ে সাকিব বলেছেন, ‘ম্যাচটি জটিল ছিল। এ রকম ম্যাচে রান করার জন্য স্নায়ুচাপ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ ছিল। সব বোলার এবং ব্যাটারা ভালো করেছে।’ 

ওয়ানডে সিরিজে জিততে না পারলেও টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১ ম্যাচে হাতে রেখেই হারাল বাংলাদেশ। এখন বাংলাদেশের লক্ষ্য ইংলিশদের ধবলধোলাই করা। আগামী মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মিরপুরেই খেলবে দুই দল। 

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত