বেনোনিতে মুরশিদা খাতুনের অপরাজিত ৬২ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওটিই যে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের! এবার মুরশিদা প্রোটিয়া মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন আরেকটি ঝকঝকে ইনিংস। ১০০ বলে ১২ চারে করলেন ৯১ রান। বাংলাদেশও পেল ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ।
দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তো বটে ওয়ানডেতেও এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগেরটি ছিল পাকিস্তানের বিপক্ষে। হ্যামিল্টনে গত বছর বিশ্বকাপে ৭ উইকেটে ২৩৪ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আর প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ স্কোরটি ছিল ২০৬ / ৮,২০১৭ সালে কক্সবাজারে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৬৬ রান এনে দেন শামীমা সুলতানা ও ফারাজানা হক। তাদের জুটিতে ছেদ টানেন এলিজ-মারি মার্ক্স। ৩৪ রানে ফেরেন শামীমা। এরপর মুরশিদার সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে ডেলমি টাকারের বলে বিদায় নেন ফারজানা (৩৫)।
তবে এই জুটি ভাঙলেও বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুরশিদা। অধিনায়ক ও উইকেটরক্ষক জ্যোতিকে পেয়ে তাঁর ব্যাটও হাসতে থাকে। দুজনে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১৯০ রানে ননকুদুলেকো মালাবার কট অ্যান্ড বোল্ড হোন জ্যোতি (৩৮)।
জ্যোতিকে হারালেও বাংলাদেশকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দেন মুরশিদা। তাঁকে সঙ্গ দেন আরেক অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার (২৭)। তবে মুরশিদা আফসোস করতেই পারেন, খুব কাছে গিয়েও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি না পাওয়ায়। বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। আর মুরশিদার তৃতীয় ফিফটি।
বেনোনিতে মুরশিদা খাতুনের অপরাজিত ৬২ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওটিই যে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের! এবার মুরশিদা প্রোটিয়া মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন আরেকটি ঝকঝকে ইনিংস। ১০০ বলে ১২ চারে করলেন ৯১ রান। বাংলাদেশও পেল ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ।
দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তো বটে ওয়ানডেতেও এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগেরটি ছিল পাকিস্তানের বিপক্ষে। হ্যামিল্টনে গত বছর বিশ্বকাপে ৭ উইকেটে ২৩৪ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আর প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ স্কোরটি ছিল ২০৬ / ৮,২০১৭ সালে কক্সবাজারে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৬৬ রান এনে দেন শামীমা সুলতানা ও ফারাজানা হক। তাদের জুটিতে ছেদ টানেন এলিজ-মারি মার্ক্স। ৩৪ রানে ফেরেন শামীমা। এরপর মুরশিদার সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে ডেলমি টাকারের বলে বিদায় নেন ফারজানা (৩৫)।
তবে এই জুটি ভাঙলেও বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুরশিদা। অধিনায়ক ও উইকেটরক্ষক জ্যোতিকে পেয়ে তাঁর ব্যাটও হাসতে থাকে। দুজনে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১৯০ রানে ননকুদুলেকো মালাবার কট অ্যান্ড বোল্ড হোন জ্যোতি (৩৮)।
জ্যোতিকে হারালেও বাংলাদেশকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দেন মুরশিদা। তাঁকে সঙ্গ দেন আরেক অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার (২৭)। তবে মুরশিদা আফসোস করতেই পারেন, খুব কাছে গিয়েও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি না পাওয়ায়। বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। আর মুরশিদার তৃতীয় ফিফটি।
আইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
৪০ মিনিট আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২ ঘণ্টা আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
২ ঘণ্টা আগে