ক্রীড়া ডেস্ক
আইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
দেরিতে হলেও সেই ‘ব্যক্তিগত কারণ’টা জানা গেল এবার। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটি২০ চলাকালে নিষিদ্ধ মাদক সেবন করেছিলেন প্রোটিয়া এই পেসার। তবে এটি ছিল বিনোদনমূলক মাদক, পারফরম্যান্স বর্ধক কোনো ওষুধ নয়। এই তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
এসএটি২০—তে রাবাদা খেলেন এমআই কেপটাউনের হয়ে। ডোপ টেস্টে ধরা পড়ার পর সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। যার কথা স্বীকার করেছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে রাবাদা জানান, তিনি এখন ‘সাময়িক নিষেধাজ্ঞা’ ভোগ করছেন। তাঁর ভাষায়, ‘যেমনটি জানানো হয়েছে, আমি সম্প্রতি আইপিএলে অংশগ্রহণের পর ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে এসেছিলাম। বিনোদনমূলক মাদক গ্রহণের কারণে আমার নমুনায় নেতিবাচক ফল আসার জন্যই ফিরে যেতে হয়েছিল আমাকে।’
এই ঘটনার জন্য অনুশোচনাও করেন রাবাদা, ‘আমি যাদের হতাশ করেছি, তাদের সকলের কাছে আমি গভীরভাবে দুঃখিত। ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনোই হালকাভাবে নিই না। এটি আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়েও বড়। আমি সাময়িক নিষেধাজ্ঞায় আছি এবং আমি আবার ফেরার জন্য মুখিয়ে আছি।’
নিজের এই দুঃসময়ে যাদের পাশে পেয়েছেন, তাদের সবার কাছেই কৃতজ্ঞ রাবাদা, ‘এই সময়টা আমি একা পার করতে পারতাম না। আমার এজেন্ট, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং গুজরাট টাইটানসকে সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং আমার আইনি দলের কাছেও সঠিক দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞ।’
তবে বিনোদনমূলক মাদক নেওয়ার ঘটনা দিয়ে তাঁকে বিচার করলে সেটা ভুল হবে বলেও মনে করেন রাবাদা। তিনি বলেন, ‘আমি যেরকম, সেই আমিকে এই ঘটনা তুলে ধরে না। আমি বরাবরের মতো কঠোর পরিশ্রম করে যাব। নিষ্ঠা ও আবেগ নিয়েই আমি আমার খেলায় ফিরে আসব।’
সাময়িক নিষেধাজ্ঞা কবে শেষ হবে সেটা জানা যায়নি। রাবাদা অবশ্য ভারতে ফিরে এসেছেন। এতে বোঝা যাচ্ছে, শিগগিরই হয়তো খেলায় ফিরবেন তিনি। গত ২৯ মার্চের পর এখনো কোনো ম্যাচ খেলেননি ২৯ বছর বয়সী এই পেসার।
আইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
দেরিতে হলেও সেই ‘ব্যক্তিগত কারণ’টা জানা গেল এবার। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটি২০ চলাকালে নিষিদ্ধ মাদক সেবন করেছিলেন প্রোটিয়া এই পেসার। তবে এটি ছিল বিনোদনমূলক মাদক, পারফরম্যান্স বর্ধক কোনো ওষুধ নয়। এই তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
এসএটি২০—তে রাবাদা খেলেন এমআই কেপটাউনের হয়ে। ডোপ টেস্টে ধরা পড়ার পর সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। যার কথা স্বীকার করেছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে রাবাদা জানান, তিনি এখন ‘সাময়িক নিষেধাজ্ঞা’ ভোগ করছেন। তাঁর ভাষায়, ‘যেমনটি জানানো হয়েছে, আমি সম্প্রতি আইপিএলে অংশগ্রহণের পর ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে এসেছিলাম। বিনোদনমূলক মাদক গ্রহণের কারণে আমার নমুনায় নেতিবাচক ফল আসার জন্যই ফিরে যেতে হয়েছিল আমাকে।’
এই ঘটনার জন্য অনুশোচনাও করেন রাবাদা, ‘আমি যাদের হতাশ করেছি, তাদের সকলের কাছে আমি গভীরভাবে দুঃখিত। ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনোই হালকাভাবে নিই না। এটি আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়েও বড়। আমি সাময়িক নিষেধাজ্ঞায় আছি এবং আমি আবার ফেরার জন্য মুখিয়ে আছি।’
নিজের এই দুঃসময়ে যাদের পাশে পেয়েছেন, তাদের সবার কাছেই কৃতজ্ঞ রাবাদা, ‘এই সময়টা আমি একা পার করতে পারতাম না। আমার এজেন্ট, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং গুজরাট টাইটানসকে সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং আমার আইনি দলের কাছেও সঠিক দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞ।’
তবে বিনোদনমূলক মাদক নেওয়ার ঘটনা দিয়ে তাঁকে বিচার করলে সেটা ভুল হবে বলেও মনে করেন রাবাদা। তিনি বলেন, ‘আমি যেরকম, সেই আমিকে এই ঘটনা তুলে ধরে না। আমি বরাবরের মতো কঠোর পরিশ্রম করে যাব। নিষ্ঠা ও আবেগ নিয়েই আমি আমার খেলায় ফিরে আসব।’
সাময়িক নিষেধাজ্ঞা কবে শেষ হবে সেটা জানা যায়নি। রাবাদা অবশ্য ভারতে ফিরে এসেছেন। এতে বোঝা যাচ্ছে, শিগগিরই হয়তো খেলায় ফিরবেন তিনি। গত ২৯ মার্চের পর এখনো কোনো ম্যাচ খেলেননি ২৯ বছর বয়সী এই পেসার।
জয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
২ মিনিট আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৫ ঘণ্টা আগে