অনলাইন ডেস্ক
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ভুল বলেননি, এই বিপিএলে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু পারিশ্রমিক আর ফিক্সিং বিতর্কে টুর্নামেন্টের ইতিবাচক দিকগুলো যেন পেছনেই পড়েছে। শেষ ভালো যার, সব ভালো তার—টুর্নামেন্ট শেষ অংশটা যদি সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি হয়, তাহলে হয়তো বিতর্কও পেছনে পড়বে। আর সেটি হতে চাই জমজমাট এক প্লে-অফ।
প্লে-অফ আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে আজ বেলা দেড়টায় টেবিলের তৃতীয় ও চতুর্থ দল রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটর পর্বে। সন্ধ্যায় সবার আগে ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে তামিমের ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। প্রতিটি দলই আছে নতুন করে চুক্তবদ্ধ বিদেশি ক্রিকেটারদের ঠিক সময় পাওয়া নিয়ে অনিশ্চিয়তায়।
প্লে-অফে মুখোমুখি হওয়ার আগে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বরিশাল-চিটাগং। পারভেজ হোসেন ইমন আর শামীম পাটোয়ারীর ঝোড়ো ব্যাটিংয়ে তামিমের বরিশালকে ২৪ রানে হারায় মিঠুনের চিটাগং। তামিমের দল নিজেদের দলের শক্তি বাড়াতে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনছে নিউজিল্যান্ডের গতি তারকা অ্যাডাম মিলনেকে। কাল রাতে মিলনে দুবাইয়ে শারজা ওয়ারিয়র্সের হয়ে ম্যাচ খেলছেন। ম্যাচ খেলে বরিশালে যোগ দিতে কাল রাতেই ঢাকায় চলে আসার কথা শোনা যাচ্ছিল। চট্টগ্রাম পর্বে কিছুটা খেই হারালেও চিটাগং ধারাবাহিক ভালো খেলেছে। নিজেদের শেষ তিন ম্যাচের তিনটিই জিতেছে। এই তিন ম্যাচে চিটাগং কিংস হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা বরিশাল ও রংপুরের মতো দলকে।
চিটাগংয়ের ধারাবাহিক ভালো করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে উসমান খান, গ্রাহাম ক্লার্কের মতো বিদেশি ব্যাটারদের। দেড় শর ওপর স্ট্রাইকরেটে ক্লার্ক টুর্নামেন্টে একটি সেঞ্চুরিও করেছেন। স্থানীয়দের মধ্যে শামীম পাটোয়ারীর ব্যাটিং যথেষ্ট প্রভাব রেখেছে চিটাগংয়ের জয়ে। চিটাগংয়ের বোলারদের মধ্যে ধারাবাহিক ভালো করেছেন পেসার খালেদ আহমেদ, পেয়েছেন ১১ ম্যাচে ১৮ উইকেট। ব্যাটিং-বোলিংয়ে সেরা সমন্বয় নিয়ে আজ প্রথম কোয়ালিফায়ারে তামিমদের বড় হুমকি চিটাগং। তবে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের ভালোই জানা আছে কীভাবে ফাইনালে যেতে হয়। দলটি মোহাম্মদ নবী, ডেভিড মালান, জেমস ফুলারের মতো বিদেশি তারকারা এখনো থাকলেও শেষ মুহূর্তে বরিশাল কিছুটা ধাক্কা খেয়েছে পাকিস্তান দলে যোগ দিতে যাওয়া ফাহিম আশরাফকে হারিয়ে।
দুপুরে এলিমিনেটর ম্যাচে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্সের বড় বাধা এখন খুলনা টাইগার্স। বিপিএলে টানা ৮ ম্যাচে জয় দিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর টানা চার হারে নিজেদের হারিয়ে খুঁজছে। আজও যদি তারা হারে, তাহলে টুর্নামেন্ট থেকেই বিদায়। পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ দেশে ফিরে যেতেই রং হারিয়েছে রংপুর। প্লে-অফে তারা চেষ্টা করছিল ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে। রংপুরকেও তারকা ক্রিকেটারদের পেতে অধীর অপেক্ষা করতে হচ্ছে। কাল রাতে দুবাইয়ে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলে ঢাকায় আসার কথা নারাইন আর আন্দ্রে রাসেলের।
মিরাজের দল খুলনায় স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশি উইলিয়াম বোসিস্টো, অ্যালেক্স রসদের (যিনি সদ্য বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন) মতো ক্রিকেটার বিদেশি নতুন শক্তি হিসেবে কাজ করবে। খুলনার নাঈম শেখ দারুণ ফর্মে আছেন, মিরাজ নিজেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। খুলনা গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ যেভাবে জিতে কঠিন সমীকরণ মিলিয়েছে, রংপুরের বিপক্ষে যথেষ্ট উজ্জীবিত হয়েই নামবে খুলনা।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ভুল বলেননি, এই বিপিএলে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু পারিশ্রমিক আর ফিক্সিং বিতর্কে টুর্নামেন্টের ইতিবাচক দিকগুলো যেন পেছনেই পড়েছে। শেষ ভালো যার, সব ভালো তার—টুর্নামেন্ট শেষ অংশটা যদি সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি হয়, তাহলে হয়তো বিতর্কও পেছনে পড়বে। আর সেটি হতে চাই জমজমাট এক প্লে-অফ।
প্লে-অফ আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে আজ বেলা দেড়টায় টেবিলের তৃতীয় ও চতুর্থ দল রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটর পর্বে। সন্ধ্যায় সবার আগে ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে তামিমের ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। প্রতিটি দলই আছে নতুন করে চুক্তবদ্ধ বিদেশি ক্রিকেটারদের ঠিক সময় পাওয়া নিয়ে অনিশ্চিয়তায়।
প্লে-অফে মুখোমুখি হওয়ার আগে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বরিশাল-চিটাগং। পারভেজ হোসেন ইমন আর শামীম পাটোয়ারীর ঝোড়ো ব্যাটিংয়ে তামিমের বরিশালকে ২৪ রানে হারায় মিঠুনের চিটাগং। তামিমের দল নিজেদের দলের শক্তি বাড়াতে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনছে নিউজিল্যান্ডের গতি তারকা অ্যাডাম মিলনেকে। কাল রাতে মিলনে দুবাইয়ে শারজা ওয়ারিয়র্সের হয়ে ম্যাচ খেলছেন। ম্যাচ খেলে বরিশালে যোগ দিতে কাল রাতেই ঢাকায় চলে আসার কথা শোনা যাচ্ছিল। চট্টগ্রাম পর্বে কিছুটা খেই হারালেও চিটাগং ধারাবাহিক ভালো খেলেছে। নিজেদের শেষ তিন ম্যাচের তিনটিই জিতেছে। এই তিন ম্যাচে চিটাগং কিংস হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা বরিশাল ও রংপুরের মতো দলকে।
চিটাগংয়ের ধারাবাহিক ভালো করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে উসমান খান, গ্রাহাম ক্লার্কের মতো বিদেশি ব্যাটারদের। দেড় শর ওপর স্ট্রাইকরেটে ক্লার্ক টুর্নামেন্টে একটি সেঞ্চুরিও করেছেন। স্থানীয়দের মধ্যে শামীম পাটোয়ারীর ব্যাটিং যথেষ্ট প্রভাব রেখেছে চিটাগংয়ের জয়ে। চিটাগংয়ের বোলারদের মধ্যে ধারাবাহিক ভালো করেছেন পেসার খালেদ আহমেদ, পেয়েছেন ১১ ম্যাচে ১৮ উইকেট। ব্যাটিং-বোলিংয়ে সেরা সমন্বয় নিয়ে আজ প্রথম কোয়ালিফায়ারে তামিমদের বড় হুমকি চিটাগং। তবে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের ভালোই জানা আছে কীভাবে ফাইনালে যেতে হয়। দলটি মোহাম্মদ নবী, ডেভিড মালান, জেমস ফুলারের মতো বিদেশি তারকারা এখনো থাকলেও শেষ মুহূর্তে বরিশাল কিছুটা ধাক্কা খেয়েছে পাকিস্তান দলে যোগ দিতে যাওয়া ফাহিম আশরাফকে হারিয়ে।
দুপুরে এলিমিনেটর ম্যাচে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্সের বড় বাধা এখন খুলনা টাইগার্স। বিপিএলে টানা ৮ ম্যাচে জয় দিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর টানা চার হারে নিজেদের হারিয়ে খুঁজছে। আজও যদি তারা হারে, তাহলে টুর্নামেন্ট থেকেই বিদায়। পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ দেশে ফিরে যেতেই রং হারিয়েছে রংপুর। প্লে-অফে তারা চেষ্টা করছিল ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে। রংপুরকেও তারকা ক্রিকেটারদের পেতে অধীর অপেক্ষা করতে হচ্ছে। কাল রাতে দুবাইয়ে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলে ঢাকায় আসার কথা নারাইন আর আন্দ্রে রাসেলের।
মিরাজের দল খুলনায় স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশি উইলিয়াম বোসিস্টো, অ্যালেক্স রসদের (যিনি সদ্য বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন) মতো ক্রিকেটার বিদেশি নতুন শক্তি হিসেবে কাজ করবে। খুলনার নাঈম শেখ দারুণ ফর্মে আছেন, মিরাজ নিজেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। খুলনা গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ যেভাবে জিতে কঠিন সমীকরণ মিলিয়েছে, রংপুরের বিপক্ষে যথেষ্ট উজ্জীবিত হয়েই নামবে খুলনা।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে