Ajker Patrika

বর্ষসেরা টেস্ট একাদশেও নেই কোনো বাংলাদেশি

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ। ছবি: আইসিসি
আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ। ছবি: আইসিসি

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাননি ভারতের কোনো ক্রিকেটার। সেটির যুক্তি সই কারণ—২০২৪ সালে ভারত খেলেছিল কেবল তিনটি ওয়ানডে। এর মধ্যে হেরেছিল দুই ম্যাচ। তবে গত বছর ভারতের টেস্ট খেলার সংখ্যা ছিল বেশি। এর কল্যাণে টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন একাধিক ক্রিকেটার। আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশেও তাই ভারতের—জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার।

আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার দলনায়ক প্যাট কামিন্সকে। উইকেটকিপার ইংল্যান্ডের জেমি স্মিথকে রাখা হয়েছে। তবে বর্ষসেরা টেস্ট একাদশে সর্বোচ্চ চার ক্রিকেটার জায়গা পেয়েছেন ইংল্যান্ডেরই। দুজন নিউজিল্যান্ডের এবং একজন করে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও তাদের কোনো ক্রিকেটার বর্ষসেরা টেস্ট দলে জায়গা পাননি। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশেরও কোনো ক্রিকেটার নেই সেরা একাদশে।

যশস্বীর জসওয়ালের সঙ্গে বর্ষসেরা টেস্ট দলের ওপেনার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চার নম্বরে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের জো রুট। পাঁচ নম্বরে রয়েছেন আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস রয়েছেন ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে। ২০২৪ সালে টেস্টে সব থেকে বেশি রান করা ছয় ক্রিকেটার হলেন যথাক্রমে—রুট (১৫৫৬), জসওয়াল (১৪৭৮), ডাকেট (১১৪৯), ব্রুক (১১০০), কামিন্দু মেন্ডিস (১০৪৯) ও উইলিয়ামসন (১০১৩)। এই ছয় ক্রিকেটারই রয়েছেন বর্ষসেরা টেস্ট দলে।

সাতে নম্বরের জন্য উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথ। আট নম্বরে রয়েছেন ভারতের স্পিনার অল-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নয় নম্বরে অজি তারকা কামিন্স। বাকি দুই বিশেষজ্ঞ পেসার হলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ভারতের জসপ্রীত বুমরা।

আইসিসির বর্ষসেরা টেস্ট দল

যশস্বী জসওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেমি স্মিথ (ইংল্যান্ড, উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া, ক্যাপ্টেন), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) ও জসপ্রীত বুমরা (ভারত)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত