Ajker Patrika

ক্যাচ মিসের মহড়ায় প্রথম সেশন শেষ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৭: ১৬
ক্যাচ মিসের মহড়ায় প্রথম সেশন শেষ করল বাংলাদেশ

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর-১০৫ /১। উইকেট একটির জায়গায় নিশ্চিন্তে আরও দুটি হতে পারত, কিন্তু হয়নি। না হওয়ায় বাংলাদেশ ফিল্ডারদের ব্যর্থতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে দুই আম্পায়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ফিল্ডারদের ব্যর্থতা আর ভাগ্যকে পাশে না পাওয়ায় সেশনটা রাঙাতে পারেননি বাংলাদেশ বোলাররা। আর তাতে প্রোটিয়াদের লিড ছাড়িয়ে গেছে ১৭৮ রানে। 

কোনো উইকেট না হারিয়ে আগের দিনের ৬ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে ডিন এলগারের এলবিডব্লিউ নাকচ করে দেন আম্পায়ার। আম্পায়ার্স কলে বেঁচে যান প্রোটিয়া অধিনায়ক। রিভিউ দেখে আম্পায়ার মারাই এরাসমাসের মুখভঙ্গিই বলে দিচ্ছিল, বল স্ট্যাম্পে এতটা হিট করবে ভাবতে পারেননি তিনি। 

পুরো সেশনে দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়া ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন মিরাজ-ইবাদত হোসেন। কিন্তু উইকেটের দেখা পাচ্ছিলেন না কোনোভাবে। শেষ পর্যন্ত বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান ইবাদত। প্রোটিয়া ওপেনার সারেল এরউইকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি, রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। 

আরেক প্রান্তে ভাগ্যকে পাশে পেয়ে একের পর এক আউট থেকে বেঁচেছেন এলগার। মিরাজের বলে প্রথম স্লিপে ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। দুই ওভার বিরতি দিয়ে ইবাদতের বলে দ্বিতীয় স্লিপে আবার এলগারের ক্যাচ ছাড়েন ইয়াসির রাব্বি। শেষ পর্যন্ত ৯২ বলে ৬২ রান নিয়ে লাঞ্চে যান প্রোটিয়া অধিনায়ক। তাঁর সঙ্গী কেগান পিটারসেন অপরাজিত আছেন ২১ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত