Ajker Patrika

বোলার তাসকিন জিম্বাবুয়ের বোলারদের কাঁপাচ্ছেন ব্যাট হাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৭: ৪৫
বোলার তাসকিন জিম্বাবুয়ের বোলারদের কাঁপাচ্ছেন ব্যাট হাতে

হারারে টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ে বোলারদের সামনে বাংলাদেশের টপ অর্ডার আর মিডল অর্ডার কী কাঁপান কাঁপল! ৮ উইকেটে ২৯৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ আজ সেই জিম্বাবুয়ের বোলারদের কাঁপাচ্ছে! কাঁপাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বোলার তাসিকন আহমেদ আবির্ভূত হয়েছেন দুর্দান্ত ব্যাটসম্যান হিসেবে। অপরাজিত আছেন ৫২ রানে। 

মাহমুদউল্লাহ–তাসকিন জুটিতেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। 

মাহমুদউল্লাহ–তাসকিন জুটিতেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশদ্বিতীয় দিনে ব্লেসিং মুজরেবানির করা ৯২ তম ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদের দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ! শট দেখে বোঝার উপায় নেই দশে নামা পেসার তাসকিন। শুধু দুর্দান্ত ব্যাটিংই করেননি, কথা লড়াইয়েও দুর্দান্ত জিম্বাবুয়ের বোলারদের। আজ হারারে টেস্টের দ্বিতীয় দিন সকাল থেকেই ব্যাটিং ও শরীরি ভাষায় মুগ্ধতা ছড়িয়েছেন এই পেসার।

উইকেটের চারপাশে খেলেছেন দৃষ্টিনন্দন সব শট। তার খেলার ধরনে জিম্বাবুয়ের বোলারও নিশ্চয় হতাশ হয়েছেন। ৮ উইকেটে ২৯৪ রানে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। আগে দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তাসকিন দিনের শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সর্বোচ্চ নবম উইকেট জুটির নতুন রেকর্ড গড়েন এই দুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত