দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন রূপ ওমিক্রনের বিস্তৃতির পর থেকেই শঙ্কা তৈরি হয় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। সে সময় সিরিজ বাতিলের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সব শঙ্কা পেছনে ফেলে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে গেছে ভারত। সিরিজ নির্ধারিত সময়ে মাঠে গড়ালেও গ্যালারিতে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না।
সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দুই বোর্ড মিলে মাঠে দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আসন্ন দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সিরিজের কোনো টিকিট পাওয়া যাবে না। খেলোয়াড়দের সুরক্ষার সার্থে দুই বোর্ড সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।’
মূলত সিরিজটি যাতে ঠিকঠাকভাবে সম্পন্ন করা সম্ভব হয়, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে আরও জানিয়েছে প্রোটিয়া বোর্ড। সেখানে বলা হয়, ‘কোনো নিয়ম ভেঙে সিরিজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে উভয় বোর্ড। এ ছাড়া বায়ো-বাবল যাতে কোনো সমস্যায় না পড়ে, সে দিকটিও এ ক্ষেত্রে বিবেচনায় রাখা হয়েছে।’
সেঞ্চুরিয়ানে আগামী রোববার থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ জানুয়ারি থেকে।
দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন রূপ ওমিক্রনের বিস্তৃতির পর থেকেই শঙ্কা তৈরি হয় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। সে সময় সিরিজ বাতিলের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সব শঙ্কা পেছনে ফেলে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে গেছে ভারত। সিরিজ নির্ধারিত সময়ে মাঠে গড়ালেও গ্যালারিতে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না।
সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দুই বোর্ড মিলে মাঠে দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আসন্ন দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সিরিজের কোনো টিকিট পাওয়া যাবে না। খেলোয়াড়দের সুরক্ষার সার্থে দুই বোর্ড সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।’
মূলত সিরিজটি যাতে ঠিকঠাকভাবে সম্পন্ন করা সম্ভব হয়, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে আরও জানিয়েছে প্রোটিয়া বোর্ড। সেখানে বলা হয়, ‘কোনো নিয়ম ভেঙে সিরিজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে উভয় বোর্ড। এ ছাড়া বায়ো-বাবল যাতে কোনো সমস্যায় না পড়ে, সে দিকটিও এ ক্ষেত্রে বিবেচনায় রাখা হয়েছে।’
সেঞ্চুরিয়ানে আগামী রোববার থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ জানুয়ারি থেকে।
এশিয়া কাপের ফাইনালে আগামীকাল রাত সাড়ে ৮টায় মাঠে নামবে ভারত ও পাকিস্তান। দুই দলের মাঠের লড়াইয়ের আগে শোয়েব আখতারের একটি ভুলকে কেন্দ্র করে হাস্যরসের তৈরি হয়েছে। বিষয়টির সঙ্গে নিজরে নাম জড়িত থাকায় পাকিস্তানের সাবেক গতি তারকাকে খোঁচা দিয়েছেন বলিউডের নায়ক অভিষেক বচ্চন।
২৪ মিনিট আগেএশিয়ান কাপ সামনে রেখে জাপানে ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু তা হচ্ছে না। আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
২ ঘণ্টা আগেজিততে হলে করতে হবে ১৮৬ রান। যেকোনো বিচারেই এটা বড় লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। কিন্তু ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকার মেট্টোর দেওয়া এই লক্ষ্যকে মামুলি বানিয়ে ছাড়ল চট্টগ্রাম। রাজধানীপাড়ার দলটিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
২ ঘণ্টা আগেইসরায়েলকে প্রতিযোগিতা ফুটবল থেকে একঘরে করার দাবিতে সাড়া পড়ে গিয়েছে। এরই মধ্যে তাদের (ইসরায়েল) নিষিদ্ধ করতে ফিফা-উয়েফার কাছে চিঠি দিয়েছে তুরস্ক। খুব শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে