Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ বছরের জুজু কাটানোর স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৭: ১৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ বছরের জুজু কাটানোর স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড 

ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যেন নিউজিল্যান্ডের ভালোই জানা। যেখানে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে একদম গুড়িয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সেখান থেকে এরপর ব্যাটিং-বোলিংয়ে ঘুরে দাঁড়াতে থাকে কিউইরা। অজিদের বিপক্ষে এখন কিউইদের সামনে রয়েছে ৩১ বছরের জুজু কাটানোর সুযোগ।

১৯৪৬ থেকে শুরু করে ৭৮ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ৬৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ড মাঠে মুখোমুখি তারা মুখোমুখি হয়েছে ২৮ টেস্টে। নিজেদের মাঠে নিউজিল্যান্ড সর্বশেষ অজিদের বিপক্ষে জিতেছে ১৯৯৩ সালে। এরপর থেকে ৩১ বছরে ১১ টেস্টে নিউজিল্যান্ডের মাঠে টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। অজিরা জিতেছে ১০ ম্যাচ ও ১ ম্যাচ ড্র হয়েছে। এবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টেস্ট্রেলিয়াকে ২৭৯ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ৭৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে অজিরা।

ক্রাইস্টচার্চে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড নিউজিল্যান্ডের। গত বছরের মার্চে শ্রীলঙ্কার দেওয়া ২৮৫ রান তাড়া করে হ্যাগলি ওভালে জেতে কিউইরা। এই ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। অজিদেরও সুযোগ থাকছে নিজেদের ৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙার।  ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১ রান তাড়া করে ৭ উইকেটে জেতে অজিরা।  

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৩৪ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড।  কিউইদের নামের পাশে তখন লেখা ৫০ ওভার। লিড তখন  ৪০ রানের। রাচীন রবীন্দ্র ও টম লাথাম তখন ছিলেন ব্যাটিংয়ে। তবে দিনের খেলা শুরুর পর দ্রুত উইকেট হারায় কিউইরা। ইনিংসের ৫৬ ওভারের প্রথম বলে প্যাট কামিন্সকে কাট করতে যান লাথাম। এজ হওয়া বল ক্যাচ ধরেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। আম্পায়ার প্রথমে আউট না দিলে রিভিউ নেন অজি অধিনায়ক কামিন্স। রিভিউতে দেখা যায় ইনসাইড এজ হয়েছে। লাথাম তাতে আউট হয়ে যান। ১৬৮ বলে ৮ চারে কিউই এই বাঁহাতি ব্যাটার করেন ৭৩ রান। তাতে ভেঙে যায় লাথাম-রবীন্দ্রর তৃতীয় উইকেটে ১০৩ বলে ৪৪ রানের জুটি।

 লাথামের বিদায়ে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৫৫.১ ওভারে ৩ উইকেটে ১৫৫ রান। তখন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন ড্যারিল মিচেল। মিচেলের সঙ্গে রাচিন জুটি বেঁধে খেলতে থাকেন সাবলীলভাবেই। জুটি গড়ার পথে দুজনেই ফিফফির দেখা পেয়েছেন। মিচেল পেয়েছেন দশম টেস্ট ফিফটি ও দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নিয়েছেন রাচিন। চতুর্থ উইকেট জুটিতে ১৯১ বলে ১২৩ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মিচেল ও রাচিন। ৮৭তম ওভারের চতুর্থ বলে মিচেলকে ফিরিয়ে জুটি ভাঙেন হ্যাজলউড।  ৯৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন মিচেল।

 

মিচেল আউট হওয়ার পর দ্রুত আউট হয়ে যান রাচিনও। ৯০তম ওভারের প্রথম বলে রাচিনকে ফেরান কামিন্স। টেস্টের দ্বিতীয় সেঞ্চুরি পেতে পেতেও পাওয়া হয়নি রাচিনের। ১৫৩ বলের ইনিংসে ১০ চারে করেছেন ৮২ রান।  করেন মিচেল। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা টম ব্লান্ডেলও আউট হয়েছেন দুই অঙ্কে পৌছার আগেই (১১ বলে ৯ রান)। ৯৩তম ওভারের প্রথম বলে ব্লান্ডেলের উইকেট নেন ক্যামেরন গ্রিন। দ্রুত ৩ উইকেট হারিয়ে কিউইদের স্কোর মুহূর্তেই ৩ উইকেটে ২৭৮ রান থেকে হয়ে যায় ৬ উইকেটে ২৯৬ রান।

হঠাৎ ধস নামা কিউইদের ইনিংসের হাল ধরেন স্কট কুগলেইন ও গ্লেন ফিলিপস। ফিলিপস ধীরগতিতে খেললেও কুগলেইন খেলতে থাকেন আক্রমণাত্মক গতিতে। সপ্তম উইকেট জুটিতে ৭২ বলে ৫৩ রানের জুটি গড়তে অবদান রাখেন কুগলেইন ও ফিলিপস। ১০৫তম ওভারের প্রথম বলে ফিলিপসকে বোল্ড করে জুটি ভাঙেন নাথান লায়ন। ৪৬ বলে ২ চারে ফিলিপস করেন ১৬ রান।

ফিলিপসের বিদায়ে কিউইদের স্কোর হয়ে যায় ১০৪.১ ওভারে ৭ উইকেটে ৩৪৯ রান। এরপর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নয় নম্বরে ব্যাাটিংয়ে নেমেছেন ম্যাট হেনরি। দ্বিতীয় ইনিংসেও সীমিত ওভারের ক্রিকেটের মতো আক্রমণাত্মক খেলতে থাকেন তিনি। ১১ বলে ৪ চারে করেন ১৬ রান। বোলার থেকে হঠাৎই ব্যাটার বনে যাওয়া হেনরিকে ১০৭তম ওভারের চতুর্থ বলে ফেরান লায়ন। শেষ পর্যন্ত ১০৮.২ ওভারে ৩৭২ রানে অলআউট হয়েছে কিউইরা।

প্রথম ইনিংসে ৯৪ রানে পিছিয়ে থাকায় নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে লিড পেয়েছে ২৭৮ রানের। ২৭৯ রানের লক্ষ্যে নেমে অজিরা ৩৪ রানেই হারায় ৪ উইকেট। স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, উসমান খাজা, ক্যামেরন গ্রিন আউট হয়েছেন ৯, ৬, ১১ ও ৫ রান করে। এরপর ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে মিচেল মার্শ সামাল দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপর্যয়। পঞ্চম উইকেটে ৫৮ বলে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মার্শ ও ট্রাভিস হেড তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। দিনশেষে অজিদের স্কোর ২৪ ওভারে ৪ উইকেটে ৭৭ রান। ২৭ বলে ৪ চারে ২৭ রানে অপরাজিত মার্শ। ১৭ রানে ব্যাটিং করছেন হেড।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পদকের আশা দেখাচ্ছেন কুলসুম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২০: ৪৪
কুলসুম আক্তার মনি। ছবি: আজকের পত্রিকা
কুলসুম আক্তার মনি। ছবি: আজকের পত্রিকা

বিকেএসপির দশম শ্রেণির ছাত্রী কুলসুম আক্তার মনি। কথা বলার সময় চোখেমুখে শোভা পাচ্ছিল আত্মবিশ্বাস। বাংলাদেশের স্বপ্নটা যে এখন তাঁকে ঘিরে। কম্পাউন্ড নারী এককে সেমিফাইনালে উঠেছেন তিনি। একক ইভেন্টে রিকার্ভ হোক বা কম্পাউন্ড, বাংলাদেশের কোনো আর্চারই প্রত্যাশা পূরণ করতে পারেননি।

জাতীয় স্টেডিয়ামে আজ শেষ বত্রিশ রাউন্ডে ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারান কুলসুম। শেষ ষোলোয় ভারতের দ্বীপশিখার বিপক্ষে জেতেন ১৪২-১৪০ ব্যবধানে। কোয়ালিফিকেশন রাউন্ডে সর্বোচ্চ স্কোর ছিল দ্বীপশিখার। কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানাও দমাতে পারেননি কুলসুমের আত্মবিশ্বাসকে। ১৪৬-১৪৪ পয়েন্টে হারেন তিনি।

টানা তিন জয়ের পর ঠাঁকুরগাও থেকে উঠে আসা কুলসুম জানালেন অলিম্পিকে খেলার স্বপ্ন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি অলিম্পিকে খেলতে চাই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে চাই না। হাইলাইট হতে চাই না। আমাকে হাইলাইট হতে হবে নিজের যোগ্যতা দিয়ে, সাফল্য দিয়ে।’

আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রদীপ প্রিথিকার মুখোমুখি হবেন কুলসুম। প্রত্যাশার তেমন কোনো চাপ নিচ্ছেন না তিনি, ‘কেবল আমি টিকে আছি বলে কোনো চাপ অনুভব করছি না। চাপ কেন নেব? এত দিন আমরা পরিশ্রম করেছি একটা কিছু পাওয়ার জন্যই। তাই সেমিফাইনালেও আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করব। এই পতাকার (জার্সিতে বাংলাদেশের পতাকার লোগো দেখিয়ে) জন্যই খেলি, নিজের দেশের হয়ে খেলা আলাদা শান্তি।’

রিকার্ভ পুরুষ এককে হতাশ করেছেন সবাই। চায়নিজ তাইপের প্রতিযোগীকে ৬-৪ সেট পয়েন্টে হারানোর পর শেষ বত্রিশের লড়াইয়ে ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগের বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে জেতেন রাকিব মিয়া। কিন্তু দক্ষিণ কোরিয়ার জাং চায়ে ওয়ানের কাছে ৬-৪ সেট পয়েন্টে হেরে সেরা ষোলোর মঞ্চ থেকে বিদায় নেন তিনি।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আব্দুর রহমান আলিফ কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের কাছে ৭-৩ সেট পয়েন্টে এবং রাম কৃষ্ণ সাহা ৬-৪ সেট পয়েন্টে ভারতের রাহুলের কাছে হেরে যান।

রিকার্ভ মহিলা এককেও একই দশা। সেরা বত্রিশ থেকে সোনালি রায়, সীমা আক্তার শিমু, ইতি খাতুন ও মনিরা খাতুনের বিদায়ঘণ্টা বেজেছে। রিকার্ভ নারী দল ও কম্পাউন্ড পুরুষ দল পদকের ধারেকাছে যেতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ক্যাচ মিস প্রসঙ্গে হাসান, ‘এটা পার্ট অব গেম’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রথম দিন পাঁচটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। ছবি: বিসিবি
প্রথম দিন পাঁচটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। ছবি: বিসিবি

খুবই হতাশাজনক। চাইলে বিরক্তিকরও শব্দটাও যোগ করা যেতে পারে। বলা হচ্ছিল সিলেট টেস্টের প্রথম দিন বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের কথা। এদিন একটি কিংবা দুটি নয়, গুণে গুণে আয়ারল্যান্ডের পাঁচটি ক্যাচ ছেড়েছে স্বাগতিকদের ফিল্ডাররা। দিনের খেলা শেষে স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হাসান মাহমুদকে। ফিল্ডারদের আগলে রাখলেন তিনি। এই বোলারের মতে, ক্যাচ মিস খেলারই অংশ।

নাহিদ রানার করা দিনের চতুর্থ ওভারে ক্যাচ মিসের শুরুটা করেন সাদমান ইসলাম অনিক। এরপর একে একে ক্যাচ নিতে ব্যর্থ হন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতার সুযোগ নিয়ে নিজেদের ইনিংস বড় করেছেন পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল।

শুরুতে নতুন জীবন পেয়ে দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করেছেন আয়ারল্যান্ড। বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ মিসের মহড়া না দিলে যে ২০০ আগেই অলআউট হতো আইরিশরা সেটা বলা বাহুল্য। তাই ক্যাচ মিস খেলার অংশ বলে চালিয়ে দিলেও হতাশা লুকাতে পারেননি হাসান।

এই পেসার বলেন, ‘ক্যাচ ছাড়বেই, এটা পার্ট অব দ্য গেম। বাট আমরা চেষ্টা করি। এটা আসলে পজিটিভ হিসেবে নেই যে সুযোগ আসছে। ফিল্ডাররা আরও রেডি থাকে পরের সুযোগের জন্য। ক্যাচ মিস হলে আমাদেরও ভালো লাগে না। সবাই চেষ্টা করছে ভালো ফিল্ডিং করার।’

হাসানের বিশ্বাস, ক্যাচ মিসের প্রবণতা থেকে বের হয়ে আসবে ফিল্ডাররা, ‘ফিল্ডিং নিয়ে সবাই কাজ করে যাচ্ছে। মাঠে এসে প্রতিদিন আমরা ফিল্ডিং সেশন করি। চেষ্টা করছি যাতে আরেকটু উন্নতি করা যায়। কিন্তু খেলার মধ্যে এটা হতেই পারে। ক্যাচ মিস খেলার অংশ। আমরা চেষ্টা করি কতটুকু রিকভার করা যায়। হয়তো আজকে অনেকগুলা মিস হয়েছে। আশা করি পরবর্তীতে আর এটা হবে না। কিংবা হলেও সেটা অনেক কম হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রথম দিনের বোলিং নিয়ে সন্তুষ্ট হাসান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রথম দিন আয়ারল্যান্ডের ৮ উইকেট নিয়েছে স্বাগতিকরা। ছবি: বিসিবি
প্রথম দিন আয়ারল্যান্ডের ৮ উইকেট নিয়েছে স্বাগতিকরা। ছবি: বিসিবি

তাইজুল ইসলামের করা দিনের শেষ ডেলিভারি জর্ডান নিলের প্যাডে লাগতেই জোরালো আবেদন হয়। আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার। দিনের শেষ বল বলেই বোধহয় বাংলাদেশ শিবিরে উদ্যাপনটা একটু বেশিই ছিল। সে উদ্যাপনের রেশ নিয়েই সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাজির হন হাসান মাহমুদ।

প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭০ রান। খুব বড় না হলেও এই পুঁজিকে ছোট বলার সুযোগও নেই। হাতে থাকা ২ উইকেট নিয়ে ৩০০ পার করার সুযোগ আছে সফরকারীদের সামনে। কাল কী হয় আগেই সেটা নিয়ে ভাবতে চান না হাসান। আপাতত নিজেদের প্রথম দিনের বোলিং নিয়ে সন্তুষ্টির কথাই শোনালেন এই ডানহাতি পেসার।

টস জেতা আয়ারল্যান্ড শিবিরে প্রথম ওভারেই আঘাত হানেন নাহিদ রানা। অতিথিদের অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নিকে ফেরান তিনি। স্কোরবোর্ডে তখন কোনো রান উঠেনি। এমন দারুণ শুরুর পর দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারতো বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের বাজে ফিল্ডিংয়ের কারণেই ৩০০ রানের কাছে আছে আইরিশরা। এদিন পাঁচটি ক্যাচ ছেড়ে দেয় বাংলাদেশের ফিল্ডাররা। টেস্টের মতো সংস্করণে যেটা মেনে নেওয়া একটু বেশিই কঠিন। বোলারদের প্রশংসা করে ফিল্ডারদের ব্যর্থতা ঢেকে দিলেন হাসান।

তিনি বলেন, ‘উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। আর যদি আমরা বোলিংয়ের কথা বলি, আমরা অনেক ডিসিপ্লিনড বোলিং করেছি। ইকোনমি মানে বোলিং রান রেট এখনও তিনের নিচে আছে। আমার মনে হয় খুব ভালো আজকের দিনটা আমরা শেষ করেছি।’

দ্বিতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডকে অলআউট করতে চায় বাংলাদেশ। হাসান বলেন, ‘আমরা খুবই ভালো অবস্থায় আছি। শুধু কাল সকালকেলা দ্রুত ওদের উইকেট নিতে হবে। ওদের ব্যাটিং অর্ডার হিসেবে রান খুব বেশি না। আশা করি আমরা এটা চেজ করে আবার ভালো একটা কামব্যাক করব।’

প্রথম দিন ৮ উইকেটের মধ্যেই পাঁচটাই নিয়েছেন মেহেদি হাসান মিরজা ও হাসান মুরাদ। তাই এই ম্যাচ জিততে স্পিনারদের দিকে তাকিয়ে হাসান, ‘আমি বলব যে স্পিনারদের জন্য ভালো সুযোগ। যতদিন যাবে উইকেটটা আরও একটু ঘুরবে বা আরও একটু টার্ন হবে। তো বোলাররা যদি কনসিস্টেন্ট থাকে তাদের লাইন অ্যান্ড লেংথে, আমার মনে হয় যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জেতাবে আমাদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‘হামজা আসায় দল আরও উজ্জীবিত’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
গতকাল ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত
গতকাল ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরী এসেছেন গতকাল। আজই যোগ দিলেন অনুশীলনে। তাঁকে পেয়ে দল আরও উজ্জীবিত হয়ে উঠেছে। বেড়েছে ভারতকে হারানোর তাড়নাও।

মাঠে নামার আগেই হামজাকে পড়তে হয় ব্যস্ততার মধ্যে। শুভেচ্ছাদূত বানানোর জন্য বড় বড় প্রতিষ্ঠানগুলো তাঁর পিছু ছুটছে। আজও সকালে এক টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করেন তিনি। তাঁকে ঘিরে এমন চাহিদা নজর কেড়েছে জাতীয় দলের বাকি ফুটবলারদেরও। রাকিব হোসেন জানালেন সেই কথাই।

কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের রাকিব বলেন, ‘আসলে এখন পর্যন্ত ওরকম বাড়াবাড়ি হয়নি। আজকেই প্র্যাকটিস হবে তাঁর সঙ্গে। তো হামজা ভাই থাকলে এমনিতেই আমাদের দল উজ্জীবিত হয়। তিনি আসাতে আমাদের দল আরও উজ্জীবিত হয়েছে।’

রাকিব আরও বলেন, ‘হামজা ভাই আমাদের অনেক পেশাদার একজন ফুটবলআর। তাঁর এগুলো (ব্যস্ততা) আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে। কারণ সে আসার পর থেকেই এখন পর্যন্ত ব্যস্ত। তো এখন এগুলো আসলে ফুটবলের জন্যই আসলে আমাদের জন্য অনেক ভালো।’

জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করে নেওয়াই লক্ষ্য। ঘরের মাঠে সবশেষ হংকংয়ের কাছে হেরেছে হাভিয়ের কাবরেরার দল। একই পরিণতি হয়েছে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে। ভারতের বিপক্ষে সেই চিত্র বদলাতে চান রাকিব। জাতীয় দলের এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা হোম ম্যাচে ভালো খেলছি এবং গোলও করতে পারছি। এক ম্যাচে এক গোল করছি এবং শেষ ম্যাচে আমরা তিন গোল করছি। তো চেষ্টা করব যে সামনের দুটো ম্যাচ আছে, একটা ম্যাচ আমাদের হোম ম্যাচ। তো এই বছরের শেষ ম্যাচ এটা। তো আমরা চেষ্টা করব ভারতের বিপক্ষে ম্যাচটা জিতে দেশবাসীকে একটা ভালো একটা জয় উপহার দেওয়ার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত