Ajker Patrika

‘যা থাকা দরকার, অস্ট্রেলিয়া দলে সবই আছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘যা থাকা দরকার, অস্ট্রেলিয়া দলে সবই আছে’

অ্যান্টিগায় আজ অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে শুরু থেকেই ধুঁকছিলেন বাংলাদেশের ব্যাটাররা। কিছুটা সাবলীল ছিলেন তাওহিদ হৃদয়। ২৮ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার। তাঁকে ফিরিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স।

ধুঁকতে থাকা বাংলাদেশ তাকিয়ে ছিল লোয়ার মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসানের ব্যাটের দিকেও। ১৮তম ওভারের পঞ্চম বলে মাহমুদউল্লাহকে বোল্ড আর ওভারের শেষ বলে মেহেদীকে অ্যাডাম জাম্পার ক্যাচে ফেরান এই অজি পেসার। ইনিংসের শেষ ওভারে সুযোগ এল হ্যাটট্রিকের।

১৯.১ ওভারে থিতু হয়ে যাওয়া তাওহিদ হৃদয় শর্ট ফাইন লেগ দিয়ে স্কুপ করতে চেয়েছিলেন কামিন্সের স্লোয়ারটা। জশ হ্যাজেলউডের হাতে বলটা জমতেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখল প্রথম হ্যাটট্রিক। আর এতেই ১৭ বছর আগের ব্রেট লির স্মৃতিও যেন ফিরল এই অ্যান্টিগায়।

২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই প্রথম হ্যাটট্রিক দেখা গিয়েছিল ব্রেট লির সৌজন্যে। সেটিও বাংলাদেশের বিপক্ষে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে ২০ ওভারের বিশ্বকাপে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন কামিন্স। মজার ব্যাপার হলো, হ্যাটট্রিক যে হয়েছে জানতেন না বোলার নিজেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে  অস্ট্রেলিয়ার পেসার বললেন, ‘আসলে আমি জানতাম না হ্যাটট্রিক হয়েছে। আগের ওভারে আমি বিষয়টা টিভি স্ক্রিনে দেখেছিলাম। পরের ওভারে বল করতে বিষয়টা একদমই ভুলেই গেলাম। আমার মনে হয় (মার্কাস) স্টয়নিস দৌড়ে এসে উদ্‌যাপন করল। হ্যাঁ ভালো লাগল।’

হ্যাটট্রিকের ব্যাপারটা শুরুতে বুঝতে পারেননি কামিন্স, সেটা তাঁর পরিমিত উদ্‌যাপনেও বোঝা গেছে। বাংলাদেশকে হারিয়ে পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তানকে নিয়েও চিন্তা-ভাবনা শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ার। আগামী পরশু কিংসটাউনে হবে সেই ম্যাচ।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল কামিন্স ও হ্যাজলউডকে। তাঁদের জায়গায় খেলেছিলেন অ্যাস্টন অ্যাগার ও নাথান এলিস। সুযোগ পেয়ে দারুণ বোলিং করেছিলেন অফ স্পিনার অ্যাগার। বাংলাদেশের বিপক্ষে নিজেদের একাদশ ও আফগানিস্তানের বিপক্ষে কেমন একাদশ গড়বে সেই প্রসঙ্গে কামিন্স বললেন, ‘আমরা এই বিষয়টায় অনেক খোলামেলা ছিলাম। স্কোয়াডে যে কেউ খেলার জন্য প্রস্তুত থাকবে। ব্যাটিং অর্ডারও পরিবর্তন হতে পারে। অ্যাশ (অ্যাশটন অ্যাগার) সেদিন দারুণ বল করেছে। আমাদের দলে সবকিছুই রয়েছে। অধিনায়ক, নির্বাচকেরা সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নেবেন। ফলে আমার কোনো চিন্তা নেই (হাসি)।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত