ওয়ানডে বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণ গণনা শুরু হয়েছে ২৭ জুন। সেদিনই বিশ্বকাপের সূচিও প্রকাশ করা হয়েছে। কিন্তু ভারত বিশ্বকাপের সবকিছু চূড়ান্ত হলেও পাকিস্তানের বিশ্বকাপ খেলা শঙ্কায় রয়েছে। তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
সেই শঙ্কা কাটাতে পাকিস্তান সরকারের কাছে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইট। দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণেই যে এই দ্বিধা, সেটা না বললেও চলে। গত এক দশক ধরে রাজনৈতিক বৈরিতার বলি হচ্ছে খেলাও।
সর্বশেষ ২০১২ সালে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে। এরপর আর কোনো সিরিজে মুখোমুখি হয়নি তারা। দ্বিপক্ষীয় সিরিজ এড়িয়ে গেলেও আইসিসির ইভেন্ট পাশ কাটানোর কোনো সুযোগ নেই। না খেললে নিজেদেরই ক্ষতি হবে। সেই দিক বিবেচনায় ভারতে খেলতে যেতে অনুমতি চেয়েছে পিসিবি। গত ২৬ জুন সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বোর্ড।
শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে নয়, গৃহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও চিঠি পাঠিয়েছে পিসিবি। চিঠির বিষয়ে পিসিবির এক সূত্র বলেছেন, ‘গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে আমাদের অভিভাবক, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছি। সঙ্গে আন্তপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রণালয়, পররাষ্ট্র ও গৃহ মন্ত্রণালয়েও চিঠির কপি পাঠানো হয়েছে।’
সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে সূত্র আরও বলেছেন, ‘ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেওয়া পাকিস্তান সরকারের বিশেষাধিকার। সরকারের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয়, তাহলে ভারতে একটি দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের হাতে।’
৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর পরের দিনই পাকিস্তানের ম্যাচ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। গ্রুপের ৯ ম্যাচ ৫ ভেন্যুতে খেলবে পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে।
ওয়ানডে বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণ গণনা শুরু হয়েছে ২৭ জুন। সেদিনই বিশ্বকাপের সূচিও প্রকাশ করা হয়েছে। কিন্তু ভারত বিশ্বকাপের সবকিছু চূড়ান্ত হলেও পাকিস্তানের বিশ্বকাপ খেলা শঙ্কায় রয়েছে। তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
সেই শঙ্কা কাটাতে পাকিস্তান সরকারের কাছে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইট। দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণেই যে এই দ্বিধা, সেটা না বললেও চলে। গত এক দশক ধরে রাজনৈতিক বৈরিতার বলি হচ্ছে খেলাও।
সর্বশেষ ২০১২ সালে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে। এরপর আর কোনো সিরিজে মুখোমুখি হয়নি তারা। দ্বিপক্ষীয় সিরিজ এড়িয়ে গেলেও আইসিসির ইভেন্ট পাশ কাটানোর কোনো সুযোগ নেই। না খেললে নিজেদেরই ক্ষতি হবে। সেই দিক বিবেচনায় ভারতে খেলতে যেতে অনুমতি চেয়েছে পিসিবি। গত ২৬ জুন সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বোর্ড।
শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে নয়, গৃহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও চিঠি পাঠিয়েছে পিসিবি। চিঠির বিষয়ে পিসিবির এক সূত্র বলেছেন, ‘গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে আমাদের অভিভাবক, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছি। সঙ্গে আন্তপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রণালয়, পররাষ্ট্র ও গৃহ মন্ত্রণালয়েও চিঠির কপি পাঠানো হয়েছে।’
সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে সূত্র আরও বলেছেন, ‘ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেওয়া পাকিস্তান সরকারের বিশেষাধিকার। সরকারের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয়, তাহলে ভারতে একটি দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের হাতে।’
৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর পরের দিনই পাকিস্তানের ম্যাচ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। গ্রুপের ৯ ম্যাচ ৫ ভেন্যুতে খেলবে পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৩ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে