Ajker Patrika

ভারতীয় ক্রিকেটে ‘নাটক’ চলছেই, কোহলি এবার বললেন তিনি খেলবেন 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৩২
ভারতীয় ক্রিকেটে ‘নাটক’ চলছেই, কোহলি এবার বললেন তিনি খেলবেন 

শোনা যাচ্ছিল, রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে খবর হয়েছিল, পরিবারকে সময় দিতে ছুটি চাইছেন সদ্য এই সংস্করণের নেতৃত্ব হারানো কোহলি। সব জল্পনা উড়িয়ে কোহলি জানিয়ে দিলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ তিনি খেলবেন। 

আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোহলি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। সংবাদ সম্মেলনে কোহলি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন তিনি। এ সময় সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝেড়ে ভারতের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘এর আগে বলা হয়েছিল আমি কোনো ইভেন্টে খেলব না, কথাটি একেবারেই সত্য নয়। যাঁরা এ ধরনের কথা লিখছেন, তাঁদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।’ 

এর আগে ভারতের একাধিক সংবাদমাধ্যম বলেছিল, ১১ জানুয়ারি কোহলির মেয়ে ভামিকার জন্মদিন। সেদিনই অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলতে নামবেন কোহলি। আর ১৫ জানুয়ারি টেস্ট সিরিজ শেষ করেই দল ছাড়তে চান তিনি। টেস্ট অভিযান শেষ করে কোহলি যদি দল ছাড়েন, তবে ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলা হবে না তাঁর। 

একাধিক সংবাদমাধ্যম তখন লিখেছিল, সেই সময়টা পরিবারকে দিতে চান কোহলি। কোহলির এই না খেলতে চাওয়ার সঙ্গে অনেকেই তখন রোহিতের কাছে ওয়ানডে অধিনায়কত্ব হারানোর বিষয়টি যোগসাজশ খুঁজছিল। অবশেষে কোহলি এই সবকিছুকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন ওয়ানডে সিরিজও খেলবেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত