Ajker Patrika

ফর্মে ফিরতে শান্ত অনেক পরিশ্রম করছেন: তানজিম সাকিব

আপডেট : ১৬ জুন ২০২৪, ১৫: ৪৫
ফর্মে ফিরতে শান্ত অনেক পরিশ্রম করছেন: তানজিম সাকিব

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—এবারের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত এ কথার সার্থকতা কি প্রমাণ করতে পারছেন? ব্যাটিংয়ে বেশ সংগ্রাম করছেন। বাংলাদেশ অধিনায়ক যখন ব্যর্থতার চোরাবালিতে ঘুরপাক খাচ্ছেন, তখন পাশে পেয়েছেন তানজিম হাসান সাকিবকে। 

৭, ১৪, ১—এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে শান্ত করেছেন ২২ রান। স্ট্রাইকরেট ৫৬.৪১। বাউন্ডারি বলতে কেবল ১টি ছক্কা। পরিসংখ্যানই বলে দিচ্ছে ব্যাটার শান্ত কতটা ধুঁকছেন। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় সেন্ট ভিনসেন্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নেপাল। এই ম্যাচের আগে গত রাতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন তানজিম সাকিব। শান্তর প্রসঙ্গ জিজ্ঞেস করতে তানজিম সাকিব বলেন, ‘ফর্মে ফিরতে অনুশীলনের সময় শান্ত ভাই কঠোর পরিশ্রম করছেন। তিনি অনেক পরিশ্রমী মানুষ। জাতীয় দলের কয়েকজন পরিশ্রমী ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। কাজের প্রতি ভীষণ অনুরাগী একজন ব্যক্তি।’ 

বর্তমানে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট ও ‍+ ০.৪৭৮ নেট রানরেট এখন বাংলাদেশের। ব্যাটার শান্ত যেমনই হোক, শান্তর নেতৃত্ব বেশ প্রশংসা কুড়িয়েছে। যেখানে বাংলাদেশের বোলারদের মধ্যে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৭ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস—দুই ম্যাচেই নিজের এক ওভারে দুটি করে উইকেট পেয়েছেন রিশাদ। বাংলাদেশের লেগস্পিনারের এমন বোলিংয়ে মূলত ম্যাচ দুটির মোড় ঘুরে গেছে। শান্তর বুদ্ধিদীপ্ত ফিল্ড সেটআপও দারুণ অবদান রেখেছে। অধিনায়ক শান্তর প্রশংসা করে তানজিম সাকিব বলেন, ‘ (শান্ত) অধিনায়ক হিসেবেও খুবই ভালো। খুব ভালো লাগে আমাদের। মাঠ ও মাঠের বাইরে সবাইকে আগলে রাখেন। খুব ভালো একটা দিক। ‘
 
রিশাদের পর এবারের বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। তানজিম সাকিব নিয়েছেন ৫ উইকেট। তবে ব্যাটিংটা হচ্ছে না আশানুরূপ। তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কোনো ব্যাটারই ধারাবাহিক রান করতে পারছেন না। তানজিম সাকিবের মতে, নেপালের বিপক্ষে ব্যাটাররা ফর্মে ফিরবেন। বাংলাদেশের তরুণ পেসার বলেন, ‘প্রত্যেক ম্যাচই জেতার জন্য খেলি। যারা আগে রান করেনি, এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে বলে মনে করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত