Ajker Patrika

নেপালের আগেই ইতিহাস গড়লেন থাই নারী ক্রিকেটার 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ১৪
নেপালের আগেই ইতিহাস গড়লেন থাই নারী ক্রিকেটার 

ক্রিকেটে এখনো পর্যন্ত তেমন পরাশক্তি হয়ে উঠতে পারেনি নেপাল। সেই নেপালেরই সন্দীপ লামিচানে দারুণ ছড়ি ঘোরাচ্ছেন। নেপালি লেগ স্পিনারের বোলিংয়ে বোকা বনে যান বিশ্বের অনেক তারকা ব্যাটাররাও। এবার এই লামিচানেকেই ছাড়িয়ে গেলেন থাইল্যান্ডের নারী ক্রিকেটার নাতায়া বুচাথাম। 

৯৮ উইকেট নিয়ে গতকাল খেলতে নেমেছেন বুচাথাম। কুয়ালালামপুরের সেলাঙ্গোর টার্ফ ক্লাবে থাইল্যান্ড নারী দলের প্রতিপক্ষ ছিল কুয়েত নারী দল। ম্যাচটি ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচ। টস হেরে ব্যাটিং পায় কুয়েত। কুয়েতের ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন বুচাথাম। তৃতীয় বলে নিয়েছেন কুয়েত অধিনায়ক আমনা তারিককে। একই ওভারের শেষ বলে জিফা জিলানিকে ফিরিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান বুচাথাম। নারী, পুরুষ সব ক্রিকেটে সহযোগী দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছেন বুচাথাম। থাই নারী স্পিনার এরপর আরও এক উইকেট নিলে ৭৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর উইকেটের সংখ্যা হয় ১০১। অন্যদিকে নেপালের লামিচানে ৪৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮৫ উইকেট। বুচাথামের রেকর্ড গড়ার দিনে অবশ্য ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। কুয়েত ৯.৫ ওভারে ৪ উইকেটে ২২ রান করার পরই খেলা থেমে যায়। 

নারী ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২৮ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শ্যুট। ১২৬ ও ১২৫ উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পাকিস্তানের নিদা দার ও ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ। আর ছেলেদের ক্রিকেটে উইকেটে শীর্ষে ওঠা নিয়ে মধুর প্রতিযোগিতা চলছে টিম সাউদি ও সাকিব আল হাসানের। ১৪৪ উইকেট নিয়ে শীর্ষে সাউদি। ১৪২ উইকেট নিয়ে সাকিব নিশ্বাস ফেলছেন সাউদির ঘাড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত