Ajker Patrika

রওনা দেওয়ার আগে বাংলাদেশ নারী দলে করোনার হানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৮
রওনা দেওয়ার আগে বাংলাদেশ নারী দলে করোনার হানা

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ মিশনে রওনা দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় তিন সদস্যকে রেখে রওনা দিতে হয়েছে রুমানা আহমেদ-নিগার সুলতানা জ্যোতিদের।

আজ বৃহস্পতিবার দুপুরে ১টা ২০মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেন রোমানা-জ্যোতিরা। এর আগে করা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন একজন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের দুই সদস্য।

করোনা পজেটিভ তিনজনকে আট দিনের আইসোলেশনে থাকতে হবে। পরে নেগেটিভ হলে আট দিন পর রওনা দেবেন তাঁরা।

বিসিবির নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘একজন ক্রিকেটার আর দুজন অফিশিয়ালের করোনা পজিটিভ এসেছে। তাঁদের কোনো উপসর্গ নেই। আট দিন পর আমরা আবার টেস্ট করাব। যদি নেগেটিভ আসে, তারা নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে।’

আগামী মার্চ মাসে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে পরের দিন, অথ্যৎ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ নারী দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমি ছন্দা।

সফরসঙ্গী: সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত