ক্রিকেটারদের বাইক প্রীতি নতুন কিছু নয়। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও বাইকের প্রতি চরম ঝোঁক দেখা যায়। ব্যতিক্রম নন সাকিব আল হাসানও। আজ একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে রাজধানীর একটি হোটেলে সে কথাই জানালেন বাংলাদেশ অলরাউন্ডার।
চট্টগ্রাম থেকে ওয়ানডে সিরিজ শেষ করে আজ ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ কোনো অনুশীলন ছিল না। ছুটি নিয়ে সেখানে যান সাকিব। নিজের মোটরসাইকেলের সংগ্রহ, পছন্দের মোটরসাইকেল নিয়ে মন খুলে কথা বলেন তিনি।
জন্মস্থান মাগুরায় বন্ধুদের সঙ্গে বাইক চালান জানিয়ে সাকিব বলেছেন, ‘মাগুরাতে বন্ধুদের সঙ্গে বাইক চালিয়ে সময় কাটানো হয়। ঢাকায় খুব একটা হয় না। তবে মাঝে মাঝে গভীর রাতে যখন রাস্তা খালি থাকে তখন এখানেও (ঢাকায়) বাইক চালানো হয়।’
সাকিবের সংগ্রহে আছে পাঁচ মডেলের মোটরসাইকেল। বাইকের প্রতি দুর্বলতা নিয়ে কথা বলতে গিয়ে সাকিব নিজেই জানালেন সে কথা, এখন আমার কাছে পাঁচটা বাইক আছে। তবে সবচেয়ে ভালো লাগে এমটি ১৫। বাইকে ঝুঁকির ব্যাপার আছে জানিয়ে সাকিব আরও বলেছেন, ‘বাইক চালানোর ব্যাপারটাতে ঝুঁকি তো থাকেই। এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করে চালানো উচিত। নিজের এবং অন্য জনের কথা চিন্তা করে চালানো উচিত।’
বাইকের ব্যাপারে খোলাখুলি কথা বললেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা নিয়ে নীরবতা বেছে নেন সাকিব। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দক্ষিণ আফ্রিকায় সাকিব টেস্ট খেলবেন বলে জানান। সাকিব অবশ্য নিশ্চুপ, ‘খোলাসা করার কিছু নেই… জানতে চান, জানতে পারবেন।’
ক্রিকেটারদের বাইক প্রীতি নতুন কিছু নয়। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও বাইকের প্রতি চরম ঝোঁক দেখা যায়। ব্যতিক্রম নন সাকিব আল হাসানও। আজ একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে রাজধানীর একটি হোটেলে সে কথাই জানালেন বাংলাদেশ অলরাউন্ডার।
চট্টগ্রাম থেকে ওয়ানডে সিরিজ শেষ করে আজ ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ কোনো অনুশীলন ছিল না। ছুটি নিয়ে সেখানে যান সাকিব। নিজের মোটরসাইকেলের সংগ্রহ, পছন্দের মোটরসাইকেল নিয়ে মন খুলে কথা বলেন তিনি।
জন্মস্থান মাগুরায় বন্ধুদের সঙ্গে বাইক চালান জানিয়ে সাকিব বলেছেন, ‘মাগুরাতে বন্ধুদের সঙ্গে বাইক চালিয়ে সময় কাটানো হয়। ঢাকায় খুব একটা হয় না। তবে মাঝে মাঝে গভীর রাতে যখন রাস্তা খালি থাকে তখন এখানেও (ঢাকায়) বাইক চালানো হয়।’
সাকিবের সংগ্রহে আছে পাঁচ মডেলের মোটরসাইকেল। বাইকের প্রতি দুর্বলতা নিয়ে কথা বলতে গিয়ে সাকিব নিজেই জানালেন সে কথা, এখন আমার কাছে পাঁচটা বাইক আছে। তবে সবচেয়ে ভালো লাগে এমটি ১৫। বাইকে ঝুঁকির ব্যাপার আছে জানিয়ে সাকিব আরও বলেছেন, ‘বাইক চালানোর ব্যাপারটাতে ঝুঁকি তো থাকেই। এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করে চালানো উচিত। নিজের এবং অন্য জনের কথা চিন্তা করে চালানো উচিত।’
বাইকের ব্যাপারে খোলাখুলি কথা বললেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা নিয়ে নীরবতা বেছে নেন সাকিব। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দক্ষিণ আফ্রিকায় সাকিব টেস্ট খেলবেন বলে জানান। সাকিব অবশ্য নিশ্চুপ, ‘খোলাসা করার কিছু নেই… জানতে চান, জানতে পারবেন।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে