Ajker Patrika

হতাশায় স্টাম্পই ভেঙে ফেললেন শান্ত!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হতাশায় স্টাম্পই ভেঙে ফেললেন শান্ত!

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্তর অন্তর্ভুক্তি এমনিতে চমক জাগানিয়া। তার ওপর এই টপ অর্ডার ব্যাটার এবার খবরের শিরোনাম হলেন হতাশায় স্টাম্প ভেঙে! আনুষ্ঠানিক না হলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। আজ সেই প্রস্তুতির সময়ই নেটে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছিলেন না শান্ত।

কখনো বলের লাইন বুঝতে পারছিলেন না তো কখনো টাইমিং পাচ্ছিলেন না শান্ত। নেট বোলার ও থ্রোয়ারকে খুব একটা সাবলীলভাবে খেলতে পারছিলেন না। বেশ কিছু বলই মিস করেছেন। একটি শর্ট বলে পরাস্ত হয়ে তো কোমরেও খানিক আঘাত পান। হাফ ভলি লেংথের পরের বলটাও মিস করেন। এরপর নিজেকে আর শান্ত রাখতে পারেননি। ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন স্টাম্পে।

পরে অবশ্য নিজেই স্টাম্প লাগিয়েই আরও কিছুক্ষণ ব্যাটিং করেন। চোট পাওয়ায় বেশিক্ষণ অনুশীলন চালিয়ে যেতে পারেননি। আধ ঘণ্টার ব্যাটিং অনুশীলন শেষে ফিরেছেন ড্রেসিংরুমে। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেছে, চোট গুরুতর কিছু না। বরফ দিয়ে ব্যথা কমানো হয়েছে। 

৯ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখনো নিজের অবস্থান শক্ত করতে পারেননি শান্ত। ১৮.৫০ গড় ও ১০৪.২২ স্ট্রাইক রেটে ১৪৮ রান করেছেন তিনি। জিম্বাবুয়ে সফরে প্রত্যাশা পূরণ করতে না পেরে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিলেন। বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন কোনো কিছুই না করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত