নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় ওভারে রিভার্স সুইপে দারুণ এক ছক্কায় ফিন অ্যালেন ইঙ্গিত দিচ্ছিলেন ঝড়ের। পরের ওভারেই নাসুম আহমেদকে একইভাবে সীমানার ওপারে ফেলার চেষ্টায় নিজের ‘মৃত্যু’ ডেকে আনেন এই ওপেনার। শুধু ফিন নয়, আজ ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে জয় এনে দেওয়া নাসুম ফিরিয়েছেন আরও তিন কিউই ব্যাটসম্যানকে।
ম্যাচ শেষে ভিডিওবার্তায় নাসুম জানিয়েছেন, চার উইকেটের মধ্যে ফিনের উইকেটটাই সেরা, ‘আমার কাছে ফিন অ্যালেনের উইকেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর গ্র্যান্ডহোমকে তো আমি আজ নিয়ে তিনবার আউট করলাম। অ্যালেনের উইকেটটাই তাই আমার কাছে বেশি ভালো লাগছে। ও রিভার্স সুইপ করতে চাচ্ছিল, আমি ওই ডেলিভারিটি খুব জোরে বল করেছি আর ও মিস টাইম করেছে। আর এর আগের ম্যাচেও আমার লক্ষ্যে ছিল যেন ওর উইকেটটা পাই আমি। কারণ, আমার অভিষেক উইকেট ও (অ্যালেন)।’
ফিন রিভার্স সুইপ করতে চাইলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নাসমুকে পরামর্শ দিয়েছিলেন আরেকটু আস্তে বল ছাড়তে। তবে নাসুম জানিয়েছেন জোরের ওপর বল করেই ফেরানো গেছে নাসুমকে, ‘ফিন যখন রিভার্স সুইপ করছিল তখন রিয়াদ ভাই আমাকে বলল ও রিভার্স করলে তুই আরেকটু আস্তে বল করবি। তো আমি যখন বোলিং করছি তখন দেখলাম ও একটু আগেই ঘুরে গেছে, ওটা দেখে আমি জোরে বল করেছি তাতে মিস টাইমিংয়ে উইকেটটা পেয়ে গেছি।’
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড। দুই সিরিজেই দুর্দান্ত বোলিং করছেন নাসুম। অল্প দিনেই হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। এ নিয়ে বলতে গিয়ে নাসুম বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সদস্য হয়েছি কিনা জানি না। তবে দল থেকে অনেক সমর্থন পাচ্ছি। বিশেষ করে অধিনায়ক ও অভিজ্ঞরা আমাকে অনেক সমর্থন করছেন। আর এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। আর কোচও (রঙ্গনা হেরাথ) আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন। তার সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি তিনিও আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেন। গতকাল অনুশীলনে কোচ বলছিলেন এ উইকেটে আরেকটু আস্তে বল করলে ভালো হয়। কালকে ওইটাই অনুশীলন করছিলাম আর আজ ওটা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করেছি।’
গত দুই সিরিজে মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত পাওয়ার প্লেতে বোলিং করছেন নাসুম। দুজনই পাচ্ছেন সাফল্য। এর পেছনের রহস্য নাসুম বলেছেন এভাবে, ‘আমাদের মধ্যে কথা হয়, তুমি একটা ওভার খারাপ করলে আমি এসে কাভার করে দেব বা আমি খারাপ করলে ও কাভার করবে। আমি আর মেহেদী প্রায় সময়ই এ ব্যাপারে কথা বলি। আমি ওকে উৎসাহ দিই আর ও আমাকে উৎসাহ দেয়।’
ঘরের কন্ডিশনে দারুণ বোলিং করলেও নাসুমের আসল পরীক্ষাটা হবে টি–টোয়েন্টি বিশ্বকাপে। সেটির বুঝতে পারছেন নাসুমও, আসলে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যে কোন উইকেটেই বল করতে হবে। ফ্ল্যাট হোক বা টার্নিং হোক বা যাই হোক আমাকে ভালো করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী বল করে যেতে হবে। কোন জায়গায় কেমন উইকেট তা তো আমি আগে থেকে জানি না, আমার চেষ্টা থাকবে যতটুকু ভালো করা যায়।’
দ্বিতীয় ওভারে রিভার্স সুইপে দারুণ এক ছক্কায় ফিন অ্যালেন ইঙ্গিত দিচ্ছিলেন ঝড়ের। পরের ওভারেই নাসুম আহমেদকে একইভাবে সীমানার ওপারে ফেলার চেষ্টায় নিজের ‘মৃত্যু’ ডেকে আনেন এই ওপেনার। শুধু ফিন নয়, আজ ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে জয় এনে দেওয়া নাসুম ফিরিয়েছেন আরও তিন কিউই ব্যাটসম্যানকে।
ম্যাচ শেষে ভিডিওবার্তায় নাসুম জানিয়েছেন, চার উইকেটের মধ্যে ফিনের উইকেটটাই সেরা, ‘আমার কাছে ফিন অ্যালেনের উইকেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর গ্র্যান্ডহোমকে তো আমি আজ নিয়ে তিনবার আউট করলাম। অ্যালেনের উইকেটটাই তাই আমার কাছে বেশি ভালো লাগছে। ও রিভার্স সুইপ করতে চাচ্ছিল, আমি ওই ডেলিভারিটি খুব জোরে বল করেছি আর ও মিস টাইম করেছে। আর এর আগের ম্যাচেও আমার লক্ষ্যে ছিল যেন ওর উইকেটটা পাই আমি। কারণ, আমার অভিষেক উইকেট ও (অ্যালেন)।’
ফিন রিভার্স সুইপ করতে চাইলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নাসমুকে পরামর্শ দিয়েছিলেন আরেকটু আস্তে বল ছাড়তে। তবে নাসুম জানিয়েছেন জোরের ওপর বল করেই ফেরানো গেছে নাসুমকে, ‘ফিন যখন রিভার্স সুইপ করছিল তখন রিয়াদ ভাই আমাকে বলল ও রিভার্স করলে তুই আরেকটু আস্তে বল করবি। তো আমি যখন বোলিং করছি তখন দেখলাম ও একটু আগেই ঘুরে গেছে, ওটা দেখে আমি জোরে বল করেছি তাতে মিস টাইমিংয়ে উইকেটটা পেয়ে গেছি।’
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড। দুই সিরিজেই দুর্দান্ত বোলিং করছেন নাসুম। অল্প দিনেই হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। এ নিয়ে বলতে গিয়ে নাসুম বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সদস্য হয়েছি কিনা জানি না। তবে দল থেকে অনেক সমর্থন পাচ্ছি। বিশেষ করে অধিনায়ক ও অভিজ্ঞরা আমাকে অনেক সমর্থন করছেন। আর এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। আর কোচও (রঙ্গনা হেরাথ) আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন। তার সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি তিনিও আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেন। গতকাল অনুশীলনে কোচ বলছিলেন এ উইকেটে আরেকটু আস্তে বল করলে ভালো হয়। কালকে ওইটাই অনুশীলন করছিলাম আর আজ ওটা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করেছি।’
গত দুই সিরিজে মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত পাওয়ার প্লেতে বোলিং করছেন নাসুম। দুজনই পাচ্ছেন সাফল্য। এর পেছনের রহস্য নাসুম বলেছেন এভাবে, ‘আমাদের মধ্যে কথা হয়, তুমি একটা ওভার খারাপ করলে আমি এসে কাভার করে দেব বা আমি খারাপ করলে ও কাভার করবে। আমি আর মেহেদী প্রায় সময়ই এ ব্যাপারে কথা বলি। আমি ওকে উৎসাহ দিই আর ও আমাকে উৎসাহ দেয়।’
ঘরের কন্ডিশনে দারুণ বোলিং করলেও নাসুমের আসল পরীক্ষাটা হবে টি–টোয়েন্টি বিশ্বকাপে। সেটির বুঝতে পারছেন নাসুমও, আসলে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যে কোন উইকেটেই বল করতে হবে। ফ্ল্যাট হোক বা টার্নিং হোক বা যাই হোক আমাকে ভালো করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী বল করে যেতে হবে। কোন জায়গায় কেমন উইকেট তা তো আমি আগে থেকে জানি না, আমার চেষ্টা থাকবে যতটুকু ভালো করা যায়।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৬ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৭ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে