নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় ওভারে রিভার্স সুইপে দারুণ এক ছক্কায় ফিন অ্যালেন ইঙ্গিত দিচ্ছিলেন ঝড়ের। পরের ওভারেই নাসুম আহমেদকে একইভাবে সীমানার ওপারে ফেলার চেষ্টায় নিজের ‘মৃত্যু’ ডেকে আনেন এই ওপেনার। শুধু ফিন নয়, আজ ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে জয় এনে দেওয়া নাসুম ফিরিয়েছেন আরও তিন কিউই ব্যাটসম্যানকে।
ম্যাচ শেষে ভিডিওবার্তায় নাসুম জানিয়েছেন, চার উইকেটের মধ্যে ফিনের উইকেটটাই সেরা, ‘আমার কাছে ফিন অ্যালেনের উইকেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর গ্র্যান্ডহোমকে তো আমি আজ নিয়ে তিনবার আউট করলাম। অ্যালেনের উইকেটটাই তাই আমার কাছে বেশি ভালো লাগছে। ও রিভার্স সুইপ করতে চাচ্ছিল, আমি ওই ডেলিভারিটি খুব জোরে বল করেছি আর ও মিস টাইম করেছে। আর এর আগের ম্যাচেও আমার লক্ষ্যে ছিল যেন ওর উইকেটটা পাই আমি। কারণ, আমার অভিষেক উইকেট ও (অ্যালেন)।’
ফিন রিভার্স সুইপ করতে চাইলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নাসমুকে পরামর্শ দিয়েছিলেন আরেকটু আস্তে বল ছাড়তে। তবে নাসুম জানিয়েছেন জোরের ওপর বল করেই ফেরানো গেছে নাসুমকে, ‘ফিন যখন রিভার্স সুইপ করছিল তখন রিয়াদ ভাই আমাকে বলল ও রিভার্স করলে তুই আরেকটু আস্তে বল করবি। তো আমি যখন বোলিং করছি তখন দেখলাম ও একটু আগেই ঘুরে গেছে, ওটা দেখে আমি জোরে বল করেছি তাতে মিস টাইমিংয়ে উইকেটটা পেয়ে গেছি।’
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড। দুই সিরিজেই দুর্দান্ত বোলিং করছেন নাসুম। অল্প দিনেই হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। এ নিয়ে বলতে গিয়ে নাসুম বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সদস্য হয়েছি কিনা জানি না। তবে দল থেকে অনেক সমর্থন পাচ্ছি। বিশেষ করে অধিনায়ক ও অভিজ্ঞরা আমাকে অনেক সমর্থন করছেন। আর এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। আর কোচও (রঙ্গনা হেরাথ) আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন। তার সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি তিনিও আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেন। গতকাল অনুশীলনে কোচ বলছিলেন এ উইকেটে আরেকটু আস্তে বল করলে ভালো হয়। কালকে ওইটাই অনুশীলন করছিলাম আর আজ ওটা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করেছি।’
গত দুই সিরিজে মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত পাওয়ার প্লেতে বোলিং করছেন নাসুম। দুজনই পাচ্ছেন সাফল্য। এর পেছনের রহস্য নাসুম বলেছেন এভাবে, ‘আমাদের মধ্যে কথা হয়, তুমি একটা ওভার খারাপ করলে আমি এসে কাভার করে দেব বা আমি খারাপ করলে ও কাভার করবে। আমি আর মেহেদী প্রায় সময়ই এ ব্যাপারে কথা বলি। আমি ওকে উৎসাহ দিই আর ও আমাকে উৎসাহ দেয়।’
ঘরের কন্ডিশনে দারুণ বোলিং করলেও নাসুমের আসল পরীক্ষাটা হবে টি–টোয়েন্টি বিশ্বকাপে। সেটির বুঝতে পারছেন নাসুমও, আসলে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যে কোন উইকেটেই বল করতে হবে। ফ্ল্যাট হোক বা টার্নিং হোক বা যাই হোক আমাকে ভালো করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী বল করে যেতে হবে। কোন জায়গায় কেমন উইকেট তা তো আমি আগে থেকে জানি না, আমার চেষ্টা থাকবে যতটুকু ভালো করা যায়।’
দ্বিতীয় ওভারে রিভার্স সুইপে দারুণ এক ছক্কায় ফিন অ্যালেন ইঙ্গিত দিচ্ছিলেন ঝড়ের। পরের ওভারেই নাসুম আহমেদকে একইভাবে সীমানার ওপারে ফেলার চেষ্টায় নিজের ‘মৃত্যু’ ডেকে আনেন এই ওপেনার। শুধু ফিন নয়, আজ ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে জয় এনে দেওয়া নাসুম ফিরিয়েছেন আরও তিন কিউই ব্যাটসম্যানকে।
ম্যাচ শেষে ভিডিওবার্তায় নাসুম জানিয়েছেন, চার উইকেটের মধ্যে ফিনের উইকেটটাই সেরা, ‘আমার কাছে ফিন অ্যালেনের উইকেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর গ্র্যান্ডহোমকে তো আমি আজ নিয়ে তিনবার আউট করলাম। অ্যালেনের উইকেটটাই তাই আমার কাছে বেশি ভালো লাগছে। ও রিভার্স সুইপ করতে চাচ্ছিল, আমি ওই ডেলিভারিটি খুব জোরে বল করেছি আর ও মিস টাইম করেছে। আর এর আগের ম্যাচেও আমার লক্ষ্যে ছিল যেন ওর উইকেটটা পাই আমি। কারণ, আমার অভিষেক উইকেট ও (অ্যালেন)।’
ফিন রিভার্স সুইপ করতে চাইলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নাসমুকে পরামর্শ দিয়েছিলেন আরেকটু আস্তে বল ছাড়তে। তবে নাসুম জানিয়েছেন জোরের ওপর বল করেই ফেরানো গেছে নাসুমকে, ‘ফিন যখন রিভার্স সুইপ করছিল তখন রিয়াদ ভাই আমাকে বলল ও রিভার্স করলে তুই আরেকটু আস্তে বল করবি। তো আমি যখন বোলিং করছি তখন দেখলাম ও একটু আগেই ঘুরে গেছে, ওটা দেখে আমি জোরে বল করেছি তাতে মিস টাইমিংয়ে উইকেটটা পেয়ে গেছি।’
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড। দুই সিরিজেই দুর্দান্ত বোলিং করছেন নাসুম। অল্প দিনেই হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। এ নিয়ে বলতে গিয়ে নাসুম বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সদস্য হয়েছি কিনা জানি না। তবে দল থেকে অনেক সমর্থন পাচ্ছি। বিশেষ করে অধিনায়ক ও অভিজ্ঞরা আমাকে অনেক সমর্থন করছেন। আর এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। আর কোচও (রঙ্গনা হেরাথ) আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন। তার সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি তিনিও আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেন। গতকাল অনুশীলনে কোচ বলছিলেন এ উইকেটে আরেকটু আস্তে বল করলে ভালো হয়। কালকে ওইটাই অনুশীলন করছিলাম আর আজ ওটা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করেছি।’
গত দুই সিরিজে মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত পাওয়ার প্লেতে বোলিং করছেন নাসুম। দুজনই পাচ্ছেন সাফল্য। এর পেছনের রহস্য নাসুম বলেছেন এভাবে, ‘আমাদের মধ্যে কথা হয়, তুমি একটা ওভার খারাপ করলে আমি এসে কাভার করে দেব বা আমি খারাপ করলে ও কাভার করবে। আমি আর মেহেদী প্রায় সময়ই এ ব্যাপারে কথা বলি। আমি ওকে উৎসাহ দিই আর ও আমাকে উৎসাহ দেয়।’
ঘরের কন্ডিশনে দারুণ বোলিং করলেও নাসুমের আসল পরীক্ষাটা হবে টি–টোয়েন্টি বিশ্বকাপে। সেটির বুঝতে পারছেন নাসুমও, আসলে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যে কোন উইকেটেই বল করতে হবে। ফ্ল্যাট হোক বা টার্নিং হোক বা যাই হোক আমাকে ভালো করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী বল করে যেতে হবে। কোন জায়গায় কেমন উইকেট তা তো আমি আগে থেকে জানি না, আমার চেষ্টা থাকবে যতটুকু ভালো করা যায়।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে