নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
আগামীকাল প্রথম টি-টোয়েন্টি মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। তার আগে আজ মিরপুরের উইকেট দেখতে যান লিটন। সেখানে দেখা যায় তাঁকে কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলতে। তাঁদের আলাপের বিস্তারিত জানা না গেলেও সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘আমার কাছে মনে হচ্ছে উইকেট ভালোই। তবে কতটা ভালো সেটা ম্যাচের বল খেলতে গিয়েই বোঝা যাবে।’
মিরপুরের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে হালকা মজা করেই লিটন বলেন, ‘দেখেন, মিরপুরের উইকেটে খেললে একটা উদ্বেগ তো থাকেই। তবে আমার যা ক্যারিয়ার, আমি যদি বোলার হতাম তাহলে মিরপুরে খেললে আমার ক্যারিয়ার অনেক বড় হতো।’ লিটনের এমন মন্তব্যের পর কেউ কেউ হাসি চেপে রাখতে পারেননি।
তবে লিটনের উপলব্ধি, উইকেট যেমনই হোক মানিয়ে নিয়েই খেলতে হয়, ‘গত দশ বছর ধরেই তো এভাবে খেলছি। আর কত সেট হব! পারফর্ম করতে পারছি না—এটিই আসল কথা। ধারাবাহিকভাবে পারফর্ম করার চেষ্টা করছি। অনুশীলনে কোনো ঘাটতি ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’
এক মাস আগে কি হয়েছে তা লিটনের কাছে অতীত। বাংলাদেশ অধিনায়ক সতর্ক বর্তমান পাকিস্তান দলকে নিয়েই, ‘এই সিরিজটা মোটেও সহজ হবে না। তাদের দলে রহস্য স্পিনার আছে, যারা ভালো বল করতে পারে। আমাদের জন্য চ্যালেঞ্জ থাকবেই। মিরপুরে সব সময় চ্যালেঞ্জিং হয়। একসঙ্গে ভালো ক্রিকেট খেলতে হয়, এই চ্যালেঞ্জ নিয়েই নামতে হবে।’
বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
আগামীকাল প্রথম টি-টোয়েন্টি মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। তার আগে আজ মিরপুরের উইকেট দেখতে যান লিটন। সেখানে দেখা যায় তাঁকে কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলতে। তাঁদের আলাপের বিস্তারিত জানা না গেলেও সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘আমার কাছে মনে হচ্ছে উইকেট ভালোই। তবে কতটা ভালো সেটা ম্যাচের বল খেলতে গিয়েই বোঝা যাবে।’
মিরপুরের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে হালকা মজা করেই লিটন বলেন, ‘দেখেন, মিরপুরের উইকেটে খেললে একটা উদ্বেগ তো থাকেই। তবে আমার যা ক্যারিয়ার, আমি যদি বোলার হতাম তাহলে মিরপুরে খেললে আমার ক্যারিয়ার অনেক বড় হতো।’ লিটনের এমন মন্তব্যের পর কেউ কেউ হাসি চেপে রাখতে পারেননি।
তবে লিটনের উপলব্ধি, উইকেট যেমনই হোক মানিয়ে নিয়েই খেলতে হয়, ‘গত দশ বছর ধরেই তো এভাবে খেলছি। আর কত সেট হব! পারফর্ম করতে পারছি না—এটিই আসল কথা। ধারাবাহিকভাবে পারফর্ম করার চেষ্টা করছি। অনুশীলনে কোনো ঘাটতি ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’
এক মাস আগে কি হয়েছে তা লিটনের কাছে অতীত। বাংলাদেশ অধিনায়ক সতর্ক বর্তমান পাকিস্তান দলকে নিয়েই, ‘এই সিরিজটা মোটেও সহজ হবে না। তাদের দলে রহস্য স্পিনার আছে, যারা ভালো বল করতে পারে। আমাদের জন্য চ্যালেঞ্জ থাকবেই। মিরপুরে সব সময় চ্যালেঞ্জিং হয়। একসঙ্গে ভালো ক্রিকেট খেলতে হয়, এই চ্যালেঞ্জ নিয়েই নামতে হবে।’
ট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
১৫ মিনিট আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের মতো এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে বিসিবি।
৩২ মিনিট আগেলন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
২ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৩ ঘণ্টা আগে