Ajker Patrika

সাকিবের মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২২: ১৮
সাকিবের মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে 

হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। নিজের কঠিন এই সময়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার পাশে পাচ্ছেন তাঁর অনেক সতীর্থকে। রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শেখ মেহেদী, শরীফুল ইসলামের পর সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও। 

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন সাকিব। এরই মধ্যে তাঁর (সাকিব) বিরুদ্ধে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা দায়ের হয়েছে আদাবর থানায়। অথচ যে সময় (৭ আগস্ট) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তখন সাকিব দেশের বাইরে ছিলেন। সাকিবকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ মুমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি! গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়।’

মুমিনুলের আশঙ্কা, এ ঘটনায় ভাবমূর্তি নষ্ট হতে পারে দেশের ক্রিকেটের। বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবেন সাকিব ভাই।’ 

সাকিবকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে এরই মধ্যে বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বিসিবি অবশ্য জানিয়েছে, তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে এক পরিচালক আজকের পত্রিকাকে বলেছেন, আইনি কোনো জটিলতা না থাকলে তাঁরা ক্রিকেটার সাকিবকে হারাতে চাইবেন না। 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত